ছোঁয়াছুঁয়ি ও অন্যান্য
১) ছোঁয়াছুঁয়ি
স্ত্রী। ওই অসিতের সাথে আমি মেয়েবেলায় কত ছোঁয়াছুঁয়ি খেলেছি।
স্বামী। বাচ্চা বেলায় ছোঁয়া আর বড় বেলায় ছোঁয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার।
২) চা
স্ত্রী। প্রথমে জল গরম করবে। তারপরে তাতে দুজনের জন্য দু চামচ চা দিয়ে ভেজাবে, প্রায় এক মিনিট। তারপরে ছেঁকে নেবে।
স্বামী। আমি চা দেওয়ার পরে ভুল করে একটু সরষের তেল দিয়ে দিয়েছি!
৩) নুন
স্ত্রী। এই জিনিসটা দোকানে পাওয়া যায় না।
স্বামী। কোন জিনিসটা?
স্ত্রী। তুমি নুনে দুটো 'উ' কার দিয়েছো।
স্বামী। ওটা কেবল আমার দোকানেই পাওয়া যায়!
৪) সুইচ
স্ত্রী। ওই পিছনের সুইচটা চালিয়ে দাও না গো।
স্বামী। আমার পিছনে কোনো সুইচ নেই!
৫) তেলেভাজা
স্ত্রী। আমি একদম তেলেভাজা খাই না। গলা বুক জ্বালা করে।
স্বামী। তেলেভাজা গুলো ভালো করে সাবান জলে ধুয়ে খেলেই হয়।
৬) হাউজওয়াইফ
স্ত্রী। আনন্দ বাজারে ছেলের বিয়ের জন্য বিজ্ঞাপন দিলে আমি লিখেই দেবো যে হাউজওয়াইফ চাই।
স্বামী। হাউজওয়াইফ-এর জায়গায় হাউজ হাসব্যান্ড লিখে দিও না যেন!
৭) সন্ধ্যা
স্বামী। আহা, তুমি বাসন গুলো ধুচ্ছ কেন? ওটা তো সন্ধ্যার কাজ!
স্ত্রী। সন্ধ্যা কাল সকালে আসবে না। রাতে তুমি আর ঝামেলা পাকিও না।
৮) মাছ
স্ত্রী। জামাই এসেছে বলে আমার বাবা বড় বাজার থেকে মাছ কিনে এনেছেন।
স্বামী। যেদিন তুমি প্রথম ঘরে এলে বাবা তার আগের দিন গঙ্গায় জাল ফেলেছিলেন।
স্ত্রী। ওই অসিতের সাথে আমি মেয়েবেলায় কত ছোঁয়াছুঁয়ি খেলেছি।
স্বামী। বাচ্চা বেলায় ছোঁয়া আর বড় বেলায় ছোঁয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার।
২) চা
স্ত্রী। প্রথমে জল গরম করবে। তারপরে তাতে দুজনের জন্য দু চামচ চা দিয়ে ভেজাবে, প্রায় এক মিনিট। তারপরে ছেঁকে নেবে।
স্বামী। আমি চা দেওয়ার পরে ভুল করে একটু সরষের তেল দিয়ে দিয়েছি!
৩) নুন
স্ত্রী। এই জিনিসটা দোকানে পাওয়া যায় না।
স্বামী। কোন জিনিসটা?
স্ত্রী। তুমি নুনে দুটো 'উ' কার দিয়েছো।
স্বামী। ওটা কেবল আমার দোকানেই পাওয়া যায়!
৪) সুইচ
স্ত্রী। ওই পিছনের সুইচটা চালিয়ে দাও না গো।
স্বামী। আমার পিছনে কোনো সুইচ নেই!
৫) তেলেভাজা
স্ত্রী। আমি একদম তেলেভাজা খাই না। গলা বুক জ্বালা করে।
স্বামী। তেলেভাজা গুলো ভালো করে সাবান জলে ধুয়ে খেলেই হয়।
৬) হাউজওয়াইফ
স্ত্রী। আনন্দ বাজারে ছেলের বিয়ের জন্য বিজ্ঞাপন দিলে আমি লিখেই দেবো যে হাউজওয়াইফ চাই।
স্বামী। হাউজওয়াইফ-এর জায়গায় হাউজ হাসব্যান্ড লিখে দিও না যেন!
৭) সন্ধ্যা
স্বামী। আহা, তুমি বাসন গুলো ধুচ্ছ কেন? ওটা তো সন্ধ্যার কাজ!
স্ত্রী। সন্ধ্যা কাল সকালে আসবে না। রাতে তুমি আর ঝামেলা পাকিও না।
৮) মাছ
স্ত্রী। জামাই এসেছে বলে আমার বাবা বড় বাজার থেকে মাছ কিনে এনেছেন।
স্বামী। যেদিন তুমি প্রথম ঘরে এলে বাবা তার আগের দিন গঙ্গায় জাল ফেলেছিলেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২২/০৫/২০২৩সুন্দর