সংসারে রাজনীতি
আগেকার দিনে একান্নবর্তী পরিবার ছিল-
সবাই মিলেমিশে থাকতো-
কেউ কোনো রাজনীতি করতো না।
বাজে কথা।
সংসারে রাজনীতি সভ্যতার সূর্যোদয় থেকে ছিল-
তখন পরিবারে অত কেউ শিক্ষিত ছিল না,
অপরের ওপর নির্ভরশীল ছিল,
তাই মুখ বুজে সব সহ্য করতো।
এখন পরিবারের সবাই শিক্ষিত হয়ে
নিজের পায়ে দাঁড়িয়েছে-
যে যার জায়গা খোঁজে-
অহেতুক শাসন শোষণের সমান।
পরিবারে রাজনীতি রামায়ণ মহাভারতকেও নাচিয়েছে!
এখন নিজের সাথে নিজের রাজনীতির লড়াই!
সবাই মিলেমিশে থাকতো-
কেউ কোনো রাজনীতি করতো না।
বাজে কথা।
সংসারে রাজনীতি সভ্যতার সূর্যোদয় থেকে ছিল-
তখন পরিবারে অত কেউ শিক্ষিত ছিল না,
অপরের ওপর নির্ভরশীল ছিল,
তাই মুখ বুজে সব সহ্য করতো।
এখন পরিবারের সবাই শিক্ষিত হয়ে
নিজের পায়ে দাঁড়িয়েছে-
যে যার জায়গা খোঁজে-
অহেতুক শাসন শোষণের সমান।
পরিবারে রাজনীতি রামায়ণ মহাভারতকেও নাচিয়েছে!
এখন নিজের সাথে নিজের রাজনীতির লড়াই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২০/০৫/২০২৩অপূর্ব সুন্দর লেখনী
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০৫/২০২৩দারুণ