রংপাস ও অন্যান্য
১) রংপাস
কন্ডাক্টর: বাইপাসে বাস থামবে।
যাত্রী: বাইপাসে থামাবে বলে রংপাসে নিয়ে এসে বাস দাঁড় করালে, এবার নামবো কিভাবে?
কন্ডাক্টর: দু পা দিয়ে নামুন।
যাত্রী: রাস্তার মাঝখানে?
কন্ডাক্টর: মাঝ দরিয়ায় ঢেউ নেই।
যাত্রী: মাঝ দরিয়ার মতো গভীর তোমার বুদ্ধি!
২) খাটিয়ে
স্যার: ও খুব খাটিয়ে ছেলে।
ছাত্র: আমি সারাদিন মশারি খাটিয়ে কাজ করি, যাতে আপনার কামড়ে ম্যালেরিয়া না হয়। মশারি মানে মশার সাথে আড়ি।
৩) হরি
আমরা দু বেলা হরি নাম নিই। বুলি ওর বর, হরিকে সারাদিন চোখে চোখে রাখে। না, ও গুরুজনের নাম ভুল করেও মুখে আনে না।
৪) কবিতায় ঝগড়া
স্ত্রী। তোমার চোখের ভাষায় লেখা আমার প্রাণের আশা।
স্বামী। তোমার প্রাণবন্ত চিৎকারে লেখা আমার দু চোখের হাহাকার।
৫) বাবা পঞ্চানন
'রাবণের কটা মাথা'?
'দশটা'।
'ব্রহ্মার কটা মাথা'?
'তিনটে'।
'পঞ্চাননের কটা মাথা'?
'আমার বাবার একটাই মাথা'!
কন্ডাক্টর: বাইপাসে বাস থামবে।
যাত্রী: বাইপাসে থামাবে বলে রংপাসে নিয়ে এসে বাস দাঁড় করালে, এবার নামবো কিভাবে?
কন্ডাক্টর: দু পা দিয়ে নামুন।
যাত্রী: রাস্তার মাঝখানে?
কন্ডাক্টর: মাঝ দরিয়ায় ঢেউ নেই।
যাত্রী: মাঝ দরিয়ার মতো গভীর তোমার বুদ্ধি!
২) খাটিয়ে
স্যার: ও খুব খাটিয়ে ছেলে।
ছাত্র: আমি সারাদিন মশারি খাটিয়ে কাজ করি, যাতে আপনার কামড়ে ম্যালেরিয়া না হয়। মশারি মানে মশার সাথে আড়ি।
৩) হরি
আমরা দু বেলা হরি নাম নিই। বুলি ওর বর, হরিকে সারাদিন চোখে চোখে রাখে। না, ও গুরুজনের নাম ভুল করেও মুখে আনে না।
৪) কবিতায় ঝগড়া
স্ত্রী। তোমার চোখের ভাষায় লেখা আমার প্রাণের আশা।
স্বামী। তোমার প্রাণবন্ত চিৎকারে লেখা আমার দু চোখের হাহাকার।
৫) বাবা পঞ্চানন
'রাবণের কটা মাথা'?
'দশটা'।
'ব্রহ্মার কটা মাথা'?
'তিনটে'।
'পঞ্চাননের কটা মাথা'?
'আমার বাবার একটাই মাথা'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৭/০৫/২০২৩বেশ মজার