পতাকা
ও লাফিয়ে লাফিয়ে উঠে গেল মন্দিরের চূড়ায়-
আমাদের পূর্বপুরুষদের মতো।
পতাকা বদলাবে,
এটাই ওর কাজ,
বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসছে।
আমি তো দেখে অবাক।
মনে হল,
হৃৎপিণ্ডের আত্মশক্তি লাফিয়ে উঠে
মনের বিহ্বলতা বদলালো-
হৃদয়ের কাজ চিন্তাভাবনাকে সদা সতেজ রাখাঃ
বিবেক বুদ্ধিরও বড়।
আমাদের পূর্বপুরুষদের মতো।
পতাকা বদলাবে,
এটাই ওর কাজ,
বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসছে।
আমি তো দেখে অবাক।
মনে হল,
হৃৎপিণ্ডের আত্মশক্তি লাফিয়ে উঠে
মনের বিহ্বলতা বদলালো-
হৃদয়ের কাজ চিন্তাভাবনাকে সদা সতেজ রাখাঃ
বিবেক বুদ্ধিরও বড়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৮/০৬/২০২৩দারুন
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৬/০৫/২০২৩খুব ভালো
-
ফয়জুল মহী ১৫/০৫/২০২৩সুন্দর