ক্যাচ এবং অন্যান্য
১) ক্যাচ
স্ত্রী। ছেলে কেমন কথা ক্যাচ করতে শিখেছে দেখেছো।
স্বামী। ও ইন্ডিয়ান টীম-এ চান্স পেয়ে যাবে।
স্ত্রী। কথা ক্যাচ করার কথা হচ্ছে, বল ক্যাচ করার কথা নয়।
স্বামী। এটাও ইন্ডিয়ারই টীম, ময়দানে খেলা হয়।
স্ত্রী। অর্থাৎ, একটু খুলে যদি বলো।
স্বামী। এখানে কথার গোল্লা চারদিকে ঘুরে বেড়ায়।
২) টান
স্ত্রী। আমি কেবল দেখি তোমার টানটা আমার দিকে আছে কিনা।
স্বামী। তোমার যদি টান ওঠে আমার প্রতি, তাহলে সাথে সাথে ইনহেলার নিয়ে নিও, বেশি দেরি করো না যেন।
৩) গুঁড়ো
স্ত্রী। তুমি আবার বিস্কুটের গুঁড়ো গুলো মেঝেতে ফেলেছো?
স্বামী। তাহলে কী তোমার মাথায় ফেলবো!
৪) হাউসওয়াইফ
অনিতা। আমি রোজ অফিসে পাঁচটা পুরুষের সাথে কথা বলি, তোমার মতো ঘরে বন্দি নই।
সুচেতা। আমি রোজ বাজার করি, আলুওয়ালার সাথে কথা বলি, মাছওয়ালার সাথে কথা বলি,
ফলওয়ালার সাথে কথা বলি।
৫) বাবার ফটো
স্যার। বাবার ফটো দেখিয়ে তুমি কী প্রমাণ করতে চাও?
ছাত্র। এটা আমারই বাবা, আপনার নয়!
স্যার। এসবের মানে?
ছাত্র। আমি আমার বাবার কথা মেনেই চলবো, আপনার বাবার কথা মেনে নয়।
স্ত্রী। ছেলে কেমন কথা ক্যাচ করতে শিখেছে দেখেছো।
স্বামী। ও ইন্ডিয়ান টীম-এ চান্স পেয়ে যাবে।
স্ত্রী। কথা ক্যাচ করার কথা হচ্ছে, বল ক্যাচ করার কথা নয়।
স্বামী। এটাও ইন্ডিয়ারই টীম, ময়দানে খেলা হয়।
স্ত্রী। অর্থাৎ, একটু খুলে যদি বলো।
স্বামী। এখানে কথার গোল্লা চারদিকে ঘুরে বেড়ায়।
২) টান
স্ত্রী। আমি কেবল দেখি তোমার টানটা আমার দিকে আছে কিনা।
স্বামী। তোমার যদি টান ওঠে আমার প্রতি, তাহলে সাথে সাথে ইনহেলার নিয়ে নিও, বেশি দেরি করো না যেন।
৩) গুঁড়ো
স্ত্রী। তুমি আবার বিস্কুটের গুঁড়ো গুলো মেঝেতে ফেলেছো?
স্বামী। তাহলে কী তোমার মাথায় ফেলবো!
৪) হাউসওয়াইফ
অনিতা। আমি রোজ অফিসে পাঁচটা পুরুষের সাথে কথা বলি, তোমার মতো ঘরে বন্দি নই।
সুচেতা। আমি রোজ বাজার করি, আলুওয়ালার সাথে কথা বলি, মাছওয়ালার সাথে কথা বলি,
ফলওয়ালার সাথে কথা বলি।
৫) বাবার ফটো
স্যার। বাবার ফটো দেখিয়ে তুমি কী প্রমাণ করতে চাও?
ছাত্র। এটা আমারই বাবা, আপনার নয়!
স্যার। এসবের মানে?
ছাত্র। আমি আমার বাবার কথা মেনেই চলবো, আপনার বাবার কথা মেনে নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৪/০৫/২০২৩খুব ভালো লাগলো