মিশো ও অন্যান্য
১) মিশো
মা। টিভি-তে দেখায় মিশো শপিং, মিশো মানে কী রে বাবাই?
ছেলে। মেসো মানে মাসির বর।
২) কাজের লোক
স্ত্রী। তুমি কোনো কাজ ঠিক মতো করো না।
স্বামী। অত খুঁতখুঁত করো বলেই তোমার কাজের লোক টেকে না।
৩) কারেন্ট
স্ত্রী। তোমার গায়ে অতসী হাত দিয়েছে? হ্যাঁ না না?
স্বামী। ও আমাকে বড় দাদার চোখে দেখে।
সংগীতা ওর দেওর, সুজয়কে ওর স্বামী, সঞ্জয়ের সামনে জড়িয়ে ধরলো, 'আমার ছোট ভাই'।
দেওর। বৌদি পুরো কারেন্ট খেলাম। তুমি দাদার ডিসি কারেন্ট, দূরে ঠেলে ফেলে দিলে, আর আমার এসি কারেন্ট, পুরো কাছে টেনে নিলে।
৪) কাঁধে হাত
স্বামী। কাঁধে হাত রেখে ছবি তোলা আমার একদমই পছন্দ নয়।
স্ত্রী। কেবল কাঁধেই তো হাত রেখেছে।
মা। টিভি-তে দেখায় মিশো শপিং, মিশো মানে কী রে বাবাই?
ছেলে। মেসো মানে মাসির বর।
২) কাজের লোক
স্ত্রী। তুমি কোনো কাজ ঠিক মতো করো না।
স্বামী। অত খুঁতখুঁত করো বলেই তোমার কাজের লোক টেকে না।
৩) কারেন্ট
স্ত্রী। তোমার গায়ে অতসী হাত দিয়েছে? হ্যাঁ না না?
স্বামী। ও আমাকে বড় দাদার চোখে দেখে।
সংগীতা ওর দেওর, সুজয়কে ওর স্বামী, সঞ্জয়ের সামনে জড়িয়ে ধরলো, 'আমার ছোট ভাই'।
দেওর। বৌদি পুরো কারেন্ট খেলাম। তুমি দাদার ডিসি কারেন্ট, দূরে ঠেলে ফেলে দিলে, আর আমার এসি কারেন্ট, পুরো কাছে টেনে নিলে।
৪) কাঁধে হাত
স্বামী। কাঁধে হাত রেখে ছবি তোলা আমার একদমই পছন্দ নয়।
স্ত্রী। কেবল কাঁধেই তো হাত রেখেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৩/০৫/২০২৩খুব ভালো
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০৫/২০২৩অসাধারণ, সবক’টি!