হেভি ও অন্যান্য
১) হেভি
স্ত্রী। তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ।
স্বামী। আমাকে হাব্বি না বলে হেভি বলো।
২) কবি ও স্টুডেন্ট
স্বামী। কবি কবি ভাব ছন্দের অভাব।
স্ত্রী। স্টুডেন্ট স্টুডেন্ট ভাব সিন্সিয়ারিটির অভাব।
৩) বিয়ের আগে
স্ত্রী। বিয়ের আগে আমি প্রচুর ছেলের সাথে মিশেছি। তুমি পরম পুরুষ, তাই তোমার গলায় মালা পরিয়েছি।
স্বামী। হাজার চুহে মারকে বিল্লি চলে হজ করনে।
৪) কথা বললেই
স্ত্রী। করো সাথে কথা বললেই প্রেম হয় না।
স্বামী। দেখতে হবে কী কথা বলছে, 'ঘড়িতে কটা বাজে' না 'আই লাভ ইউ'!
৫) জামা
স্বামী। আমার জামায় কাদা লেগেছে, এই ওয়াশিং মেশিনে ফেললাম।
স্ত্রী। কাদা লাগা জামাটা মেশিনে ফেলো না, মেশিনটা নোংরা হয়ে যাবে।
স্বামী। তাহলে কী কাদা লাগা জামাটা গ্যাস ওভেনে রাখবো?
স্ত্রী। এখন আপাতত এই গামলায় রাখো।
স্ত্রী। তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ।
স্বামী। আমাকে হাব্বি না বলে হেভি বলো।
২) কবি ও স্টুডেন্ট
স্বামী। কবি কবি ভাব ছন্দের অভাব।
স্ত্রী। স্টুডেন্ট স্টুডেন্ট ভাব সিন্সিয়ারিটির অভাব।
৩) বিয়ের আগে
স্ত্রী। বিয়ের আগে আমি প্রচুর ছেলের সাথে মিশেছি। তুমি পরম পুরুষ, তাই তোমার গলায় মালা পরিয়েছি।
স্বামী। হাজার চুহে মারকে বিল্লি চলে হজ করনে।
৪) কথা বললেই
স্ত্রী। করো সাথে কথা বললেই প্রেম হয় না।
স্বামী। দেখতে হবে কী কথা বলছে, 'ঘড়িতে কটা বাজে' না 'আই লাভ ইউ'!
৫) জামা
স্বামী। আমার জামায় কাদা লেগেছে, এই ওয়াশিং মেশিনে ফেললাম।
স্ত্রী। কাদা লাগা জামাটা মেশিনে ফেলো না, মেশিনটা নোংরা হয়ে যাবে।
স্বামী। তাহলে কী কাদা লাগা জামাটা গ্যাস ওভেনে রাখবো?
স্ত্রী। এখন আপাতত এই গামলায় রাখো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২২/০৫/২০২৩অসাধারণ লেখা
-
ফয়জুল মহী ০৪/০৫/২০২৩অসাধারণ প্রকাশ
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৫/২০২৩অনন্য সবক’টি!