স্তর
বন্ধু ও প্রেম-
এই দুটি শব্দের ভিতর প্রচুর স্তর।
বন্ধুত্ব প্রেমের প্রথম ধাপ,
প্রেম ছাড়া বন্ধু বাঁচে না।
বন্ধুত্বের ওপরের স্তরে প্রেম,
প্রেমের প্রথম স্তরে বন্ধুত্ব।
মাঝের স্তর গুলোতে কেবলই আসা যাওয়া-
প্রেমে হাত বাড়িয়ে ধাক্কা খাওয়া বন্ধু
অথবা বন্ধুত্বের হাত বাড়িয়ে জয়ী প্রেমিক।
এই দুটি শব্দের ভিতর প্রচুর স্তর।
বন্ধুত্ব প্রেমের প্রথম ধাপ,
প্রেম ছাড়া বন্ধু বাঁচে না।
বন্ধুত্বের ওপরের স্তরে প্রেম,
প্রেমের প্রথম স্তরে বন্ধুত্ব।
মাঝের স্তর গুলোতে কেবলই আসা যাওয়া-
প্রেমে হাত বাড়িয়ে ধাক্কা খাওয়া বন্ধু
অথবা বন্ধুত্বের হাত বাড়িয়ে জয়ী প্রেমিক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৫/০৮/২০২৩শুভকামনা অনিবার। অনুপম রচনা।
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/০৪/২০২৩মুগ্ধতা রইল!
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২৩চমৎকার