সিসিটিভি ও অন্যান্য
১) সিসিটিভি
মহিলা। এবার ঘরে ছেলে এনে গল্প করবো। তোমরা পুরুষ মানুষেরা যখন অফিসে বসে পাঁচটা মেয়ের সাথে গল্প করো, তখন কী হয়?
পুরুষ। কিন্তু অফিসে সিসিটিভি আছে, ঘরে সেটা নেই!
২) ফ্র্যাকচার
দেখবেন স্যার বেশি লেকচার দিতে গিয়ে যেন কোথাও ফ্র্যাকচার না হয়ে যায়!
৩) লিফ্ট
'আমার বর কত মেয়েকে লিফ্ট করে,
আমাকে কখনো একবারের জন্যও তুলে দেখে না'।
'দিদি, আগে আপনার চেহারাটা কমান'!
৪) ভালোবাসা
ও কাউকে ভালোবাসেনি।
কাউ মানে গরু।
৫) রোমিও
বেঁটে লোক। দাদা, এত লম্বা হলে কোনো মেয়ে যে নাগাল পাবে না!
লম্বা লোক। দাদা, আপনি কী রোমিওর পোর্টেবল এডিশন!
মহিলা। এবার ঘরে ছেলে এনে গল্প করবো। তোমরা পুরুষ মানুষেরা যখন অফিসে বসে পাঁচটা মেয়ের সাথে গল্প করো, তখন কী হয়?
পুরুষ। কিন্তু অফিসে সিসিটিভি আছে, ঘরে সেটা নেই!
২) ফ্র্যাকচার
দেখবেন স্যার বেশি লেকচার দিতে গিয়ে যেন কোথাও ফ্র্যাকচার না হয়ে যায়!
৩) লিফ্ট
'আমার বর কত মেয়েকে লিফ্ট করে,
আমাকে কখনো একবারের জন্যও তুলে দেখে না'।
'দিদি, আগে আপনার চেহারাটা কমান'!
৪) ভালোবাসা
ও কাউকে ভালোবাসেনি।
কাউ মানে গরু।
৫) রোমিও
বেঁটে লোক। দাদা, এত লম্বা হলে কোনো মেয়ে যে নাগাল পাবে না!
লম্বা লোক। দাদা, আপনি কী রোমিওর পোর্টেবল এডিশন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৪/২০২৩অসাধারণ!