রোল ও অন্যান্য
১) রোল
দীপা। দাদা, আমি অভিনয় করি, আমাকে আপনি কোনো রোল দিতে পারেন।
শুভ। আমি আপনাকে রোল খাওয়াতে পারি- যেমন এগ রোল, চিকেন রোল, পনীর রোল, এমন কি আলুর রোলও খাওয়াতে পারি!
২) পাঠাগার
বাবা। বাবু, যাচ্ছিস কোথায়?
ছেলে। পাঁঠাগারে।
বাবা। সর্বনাশ, কি বলিস রে? চন্দ্রবিন্দু নেই ওতে।
ছেলে। মানুষ মারা গেলে নামের আগে চন্দ্রবিন্দু বসানো হয়। বই পড়লে আমার নাভিশ্বাস ওঠে।
৩) দোলা
রাস্তা খারাপ। গাড়িটা দারুণ দুলছিল। দুলাল গান ধরলো।
"দোলে দোদুল দোলে ঝুলনা"!
৪) ভোরের আলো
তিনটে ফ্ল্যাট।
প্রথম ফ্ল্যাট-এর নাম 'ভোরের আলো'।
দ্বিতীয় ফ্ল্যাট-এর নাম 'রাতের আঁধার'।
তার পাশে আরেকটা ফ্ল্যাট হচ্ছে। তার কি নাম রাখা হবে বলতে পারেন?
'দুপুরের রোদ' বা 'বিকেলের প্রশান্তি' বা 'সন্ধ্যার ছায়া'।
একজন রসিক লোক বললো, 'ভোর রাতে হুজ্জুতি'।
৫) চোখের ড্রপ
ডাক্তার চোখের ড্রপ দিতে গেলেন রোগীকে। রোগী মুখ খুললেন।
'দাদা, এটা খাওয়ার জিনিস না! চোখ দুটো কেবল খোলা রাখুন'।
'বুঝলাম, চোখ ছানাবড়া, তাই আমি হতবাক'!
দীপা। দাদা, আমি অভিনয় করি, আমাকে আপনি কোনো রোল দিতে পারেন।
শুভ। আমি আপনাকে রোল খাওয়াতে পারি- যেমন এগ রোল, চিকেন রোল, পনীর রোল, এমন কি আলুর রোলও খাওয়াতে পারি!
২) পাঠাগার
বাবা। বাবু, যাচ্ছিস কোথায়?
ছেলে। পাঁঠাগারে।
বাবা। সর্বনাশ, কি বলিস রে? চন্দ্রবিন্দু নেই ওতে।
ছেলে। মানুষ মারা গেলে নামের আগে চন্দ্রবিন্দু বসানো হয়। বই পড়লে আমার নাভিশ্বাস ওঠে।
৩) দোলা
রাস্তা খারাপ। গাড়িটা দারুণ দুলছিল। দুলাল গান ধরলো।
"দোলে দোদুল দোলে ঝুলনা"!
৪) ভোরের আলো
তিনটে ফ্ল্যাট।
প্রথম ফ্ল্যাট-এর নাম 'ভোরের আলো'।
দ্বিতীয় ফ্ল্যাট-এর নাম 'রাতের আঁধার'।
তার পাশে আরেকটা ফ্ল্যাট হচ্ছে। তার কি নাম রাখা হবে বলতে পারেন?
'দুপুরের রোদ' বা 'বিকেলের প্রশান্তি' বা 'সন্ধ্যার ছায়া'।
একজন রসিক লোক বললো, 'ভোর রাতে হুজ্জুতি'।
৫) চোখের ড্রপ
ডাক্তার চোখের ড্রপ দিতে গেলেন রোগীকে। রোগী মুখ খুললেন।
'দাদা, এটা খাওয়ার জিনিস না! চোখ দুটো কেবল খোলা রাখুন'।
'বুঝলাম, চোখ ছানাবড়া, তাই আমি হতবাক'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৪/২০২৩ভাল লাগল।
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০৪/২০২৩অনেক সুন্দর লেখাকটি!