সম্পর্ক ও হাত
১) সম্পর্ক
যদি একটা মিথ্যে
একটা সম্পর্ককে টিকিয়ে রাখে,
তাহলে মিথ্যে বলো।
জানবে সম্পর্ক সত্যের থেকেও খাঁটি।
সম্পর্ক ভাঙা মানে
কটা জীবনকে হারানো।
তাই যে কোনো মূল্যে সম্পর্কের দাম দাও।
২) হাত
হাত আছে
অথচ আঙ্গুল নেই।
তাহলে বোতাম কে টিপবে?
হাত আছে
অথচ তালু নেই।
তাহলে তালি কে মারবে?
হাত আছে
অথচ কব্জি নেই।
তাহলে পতাকা কে ধরবে?
যদি একটা মিথ্যে
একটা সম্পর্ককে টিকিয়ে রাখে,
তাহলে মিথ্যে বলো।
জানবে সম্পর্ক সত্যের থেকেও খাঁটি।
সম্পর্ক ভাঙা মানে
কটা জীবনকে হারানো।
তাই যে কোনো মূল্যে সম্পর্কের দাম দাও।
২) হাত
হাত আছে
অথচ আঙ্গুল নেই।
তাহলে বোতাম কে টিপবে?
হাত আছে
অথচ তালু নেই।
তাহলে তালি কে মারবে?
হাত আছে
অথচ কব্জি নেই।
তাহলে পতাকা কে ধরবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৯/২০২৩অসামান্য সুন্দর
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৭/০৫/২০২৩খুব ভালো লাগলো
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০৪/২০২৩একদম অসামান্য!
-
অভিজিৎ হালদার ১৬/০৪/২০২৩সুন্দর কথা।
-
Md. Rayhan Kazi ১৫/০৪/২০২৩অনিন্দ্য সুন্দর রচিলেন
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৪/২০২৩সুন্দর
-
এম,এ,মতিন ১৫/০৪/২০২৩বেশ উপলব্ধিকর অনুভূতি। দারুণ ভালোলাগা প্রিয়।
-
ফয়জুল মহী ১৫/০৪/২০২৩অসামান্য উপস্থাপন প্রিয় কবি, শুভ নববর্ষ