গালের চর্বি
অবস্থা ভালো হলে গালে চর্বি জমে।
পেটে চর্বি বড়লোক গরীব সবার থাকে।
প্রথম ব্যক্তি বিলাতী খেয়ে জমায়,
দ্বিতীয় ব্যক্তি দেশী খেয়ে জমায়।
গালে চর্বি কেবল বড়লোকের জমে।
সেটা টাকার রেলা।
কিন্তু সব বড়লোকের টাকার রেলা হয় না।
তাদের দু গালে টোল পড়ে।
অর্থাৎ প্রকৃত শিক্ষিত।
যাদের এক গালে টোল পড়ে,
তারা বড়লোককে রেলা দেখায়,
গরীবের পাশে দাঁড়িয়ে।
তারা সমাজবাদী...
পেটে চর্বি বড়লোক গরীব সবার থাকে।
প্রথম ব্যক্তি বিলাতী খেয়ে জমায়,
দ্বিতীয় ব্যক্তি দেশী খেয়ে জমায়।
গালে চর্বি কেবল বড়লোকের জমে।
সেটা টাকার রেলা।
কিন্তু সব বড়লোকের টাকার রেলা হয় না।
তাদের দু গালে টোল পড়ে।
অর্থাৎ প্রকৃত শিক্ষিত।
যাদের এক গালে টোল পড়ে,
তারা বড়লোককে রেলা দেখায়,
গরীবের পাশে দাঁড়িয়ে।
তারা সমাজবাদী...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৯/২০২৩বেশ Pastor
-
অভিজিৎ হালদার ২০/০৪/২০২৩বেশ অন্যরকম ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে লেখার মাধ্যমে।
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০৪/২০২৩অসাধারণ!
-
Md. Rayhan Kazi ১৫/০৪/২০২৩বাহ্ অসাধারণ প্রকাশভঙ্গী
-
এম,এ,মতিন ১৫/০৪/২০২৩অত্যন্ত বুদ্ধিমত্তার প্রকাশ।
-
ফয়জুল মহী ১৫/০৪/২০২৩সুন্দর অনুভূতি