ঘর জামাই
'মিথ্যে বলে বিয়ে করেছিল আমায়
আমার বাবার পয়সা আর বাড়ির লোভে।
ও কোনো কাজই করতো না-
কুঁড়ের বাদশা-
লাজ লজ্জা বলে কিচ্ছুটি নেই তার।
ভাবলাম বাচ্চা হলে ওর মতি ফিরবে।
কিন্তু কই!
ওর কোনো হোলদোলই নেই।
কিভাবে বাচ্চা মানুষ করবো?
মাথায় আকাশ ভেঙে পড়লো!
বাবাই বাঁচালেন।
ও সারাটা জীবন শুয়ে বসেই কাটিয়ে দিল।
দায়িত্বজ্ঞানহীন একটা মানুষ'।
আমার বাবার পয়সা আর বাড়ির লোভে।
ও কোনো কাজই করতো না-
কুঁড়ের বাদশা-
লাজ লজ্জা বলে কিচ্ছুটি নেই তার।
ভাবলাম বাচ্চা হলে ওর মতি ফিরবে।
কিন্তু কই!
ওর কোনো হোলদোলই নেই।
কিভাবে বাচ্চা মানুষ করবো?
মাথায় আকাশ ভেঙে পড়লো!
বাবাই বাঁচালেন।
ও সারাটা জীবন শুয়ে বসেই কাটিয়ে দিল।
দায়িত্বজ্ঞানহীন একটা মানুষ'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০৪/২০২৩
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৪/২০২৩বেশ বলেছেন!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৪/২০২৩বেশ
পাঠে মুগ্ধতা নিয়া গেলাম