আত্মজ্ঞান
প্রত্যেক মানুষ দুঃখে আছে-
সুখ যদি না দিতে পারো,
তাকে অযথা দুঃখ দিও না।
তুমি যত মানুষকে দুঃখ দেবে,
তুমি জীবনে তত দুঃখ পাবে।
তাই নিজের ভুলে নিজেকে হারিও না।
চোখ বন্ধ করে সমাজকে দেখো না।
কান বন্ধ করে
কারো কথা শুনো না বা কারোকে কথা শুনিও না।
আর মুখ বন্ধ করে কখনো প্রতিবাদ করো না।
সুখ যদি না দিতে পারো,
তাকে অযথা দুঃখ দিও না।
তুমি যত মানুষকে দুঃখ দেবে,
তুমি জীবনে তত দুঃখ পাবে।
তাই নিজের ভুলে নিজেকে হারিও না।
চোখ বন্ধ করে সমাজকে দেখো না।
কান বন্ধ করে
কারো কথা শুনো না বা কারোকে কথা শুনিও না।
আর মুখ বন্ধ করে কখনো প্রতিবাদ করো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৮/২০২৩চমৎকার লেখায় অভিনব ভাবনা
-
কে. পাল ১২/০৬/২০২৩Sundor
-
আলমগীর সরকার লিটন ১৩/০৪/২০২৩সত্যকথা কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ১২/০৪/২০২৩সুন্দর বলেছেন!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/০৪/২০২৩ভাল লাগল।
-
ফয়জুল মহী ১১/০৪/২০২৩খুব ভালো লাগলো।
-
এম,এ,মতিন ১০/০৪/২০২৩বেশ চমৎকার আত্ম-উপলব্দিকর! অনেক অনেক ভালোবাসা রইল।