খাট ও অন্যান্য
১) খাট
ক্রেতা। দাদা, খাটের দাম কত?
বিক্রেতা। সাধারণ খাট নিলে আট হাজার আর বাক্স খাট নিলে বারো হাজার।
ক্রেতা। পাঁচশো টাকায় হবে না?
বিক্রেতা। শেষ যাত্রার খাট পাশের দোকানে পাওয়া যায়!
২) বালিশ
স্ত্রী। আর কত দেরি তোমার? এক ঘন্টা হতে চললো তুমি কলঘরে ঢুকেছো।
স্বামী। আর একটু দেরি হবে।
স্ত্রী। তাহলে কী বালিশ দেবো, একটু ঘুমিয়ে নেবে!
স্বামী। সাথে গদিটাও দিও।
৩) একশো বছর
রতন বলে, 'আমার পূর্বপুরুষেরা কী করতেন জানতে ইচ্ছে হয়- মানে আমার বাবার ঠাকুরদা, ঠাকুরদার ঠাকুরদা ইত্যাদি'।
সনাতন বলে, 'আমার ছেলে কেমন হবে? নাতি কী বিষয়ে লেখাপড়া করবে? পুতি কী চাকরি করবে'?
রতন ও সনাতন দুই ভাই। রতন পেশায় ইতিহাসবিদ। সনাতন পেশায় জ্যোতিষী। এক ভাই একশো বছর পিছিয়ে। আরেক ভাই একশো বছর এগিয়ে।
৪) ও বন্ধু
স্ত্রী। ও বন্ধু তুমি শুনতে কী পাও এ গান আমার ও এ গান আমার।
স্বামী। এত আস্তে বললে শুনবো কী করে, আরো জোরে বলো!
ক্রেতা। দাদা, খাটের দাম কত?
বিক্রেতা। সাধারণ খাট নিলে আট হাজার আর বাক্স খাট নিলে বারো হাজার।
ক্রেতা। পাঁচশো টাকায় হবে না?
বিক্রেতা। শেষ যাত্রার খাট পাশের দোকানে পাওয়া যায়!
২) বালিশ
স্ত্রী। আর কত দেরি তোমার? এক ঘন্টা হতে চললো তুমি কলঘরে ঢুকেছো।
স্বামী। আর একটু দেরি হবে।
স্ত্রী। তাহলে কী বালিশ দেবো, একটু ঘুমিয়ে নেবে!
স্বামী। সাথে গদিটাও দিও।
৩) একশো বছর
রতন বলে, 'আমার পূর্বপুরুষেরা কী করতেন জানতে ইচ্ছে হয়- মানে আমার বাবার ঠাকুরদা, ঠাকুরদার ঠাকুরদা ইত্যাদি'।
সনাতন বলে, 'আমার ছেলে কেমন হবে? নাতি কী বিষয়ে লেখাপড়া করবে? পুতি কী চাকরি করবে'?
রতন ও সনাতন দুই ভাই। রতন পেশায় ইতিহাসবিদ। সনাতন পেশায় জ্যোতিষী। এক ভাই একশো বছর পিছিয়ে। আরেক ভাই একশো বছর এগিয়ে।
৪) ও বন্ধু
স্ত্রী। ও বন্ধু তুমি শুনতে কী পাও এ গান আমার ও এ গান আমার।
স্বামী। এত আস্তে বললে শুনবো কী করে, আরো জোরে বলো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০৪/২০২৩মুগ্ধ হয়ে পড়লাম!