কাঁটা ও অন্যান্য
১) কাঁটা
স্যার। এমন তিনটে শব্দ বলো যাতে কাঁটা আছে।
ছাত্র। মাছের কাঁটা, খোঁপার কাঁটা ও উলের কাঁটা।
স্যার। বেশ! বেশ!
ছাত্র। চার নম্বরটা হল লাশ কাটা।
২) দু শালিক
মা। বাবাই আয় দু শালিক দেখে যা।
বাবা। ওয়ান ফর সরো, টু ফর জয়।
ছেলে। সারাদিন ঘরে দুই শালিক মিলে কিচিরমিচির করছে।
শুনে শুনে দু কান ঝালাপালা হয়ে যাচ্ছে।
৩) ঘোড়া
স্ত্রী। কতদিন কোথাও ঘুরতে যাই নি।
কোথাও ঘুরে এলে মনটা ঠিক হয়ে যাবে।
স্বামী। আগে ঘোড়া কিনি, তারপরে ঘোড়ায় চেপে ঘুরতে যাবো।
৪) বাচ্চা বাচ্চা
স্ত্রী। দাড়ি কেটে তোমাকে একেবারে বাচ্চা বাচ্চা লাগছে।
স্বামী। কিসের বাচ্চা বলছো, মানুষের না কুকুরের?
৫) হাতি
স্ত্রী। তুমি হাতির মতো থপথপ করে চলছো কেন?
স্বামী। শিকলটা যে মাহুতের হাতে।
স্যার। এমন তিনটে শব্দ বলো যাতে কাঁটা আছে।
ছাত্র। মাছের কাঁটা, খোঁপার কাঁটা ও উলের কাঁটা।
স্যার। বেশ! বেশ!
ছাত্র। চার নম্বরটা হল লাশ কাটা।
২) দু শালিক
মা। বাবাই আয় দু শালিক দেখে যা।
বাবা। ওয়ান ফর সরো, টু ফর জয়।
ছেলে। সারাদিন ঘরে দুই শালিক মিলে কিচিরমিচির করছে।
শুনে শুনে দু কান ঝালাপালা হয়ে যাচ্ছে।
৩) ঘোড়া
স্ত্রী। কতদিন কোথাও ঘুরতে যাই নি।
কোথাও ঘুরে এলে মনটা ঠিক হয়ে যাবে।
স্বামী। আগে ঘোড়া কিনি, তারপরে ঘোড়ায় চেপে ঘুরতে যাবো।
৪) বাচ্চা বাচ্চা
স্ত্রী। দাড়ি কেটে তোমাকে একেবারে বাচ্চা বাচ্চা লাগছে।
স্বামী। কিসের বাচ্চা বলছো, মানুষের না কুকুরের?
৫) হাতি
স্ত্রী। তুমি হাতির মতো থপথপ করে চলছো কেন?
স্বামী। শিকলটা যে মাহুতের হাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুপ্রিয় কুমার চক্রবর্তী ০৮/০৪/২০২৩বাংলা কবি ও কবিতার " তারুণ্য " পেইজে কৌতুকটা ঠিক যাচ্ছে বলে আমার মনে হয় না ! ভেবে দেখতে পারেন ! সবজায়গায় চটুলতা মানায় না !
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৩/২০২৩ভাল। দুই নাম্বারটা সেই হইছে!
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০৩/২০২৩অতি সুন্দর সবকটি!