বাবুল মামা
ওর মা বাবা, মিস্টার ও মিসেস উপাধ্যায়,
দুজনেই সরল,
একেবারেই অহংকারী নয়।
ও যেমন কুটিল, তেমন অহংকারী।
ওর ভাইও, বাপ্পা, ওর মা বাবার মতো।
এর থেকে কী বোঝা যায়?
পরিবারের একজন সদস্যকে দিয়ে
পুরো পরিবারের বিচার হয় না,
গোটা কুলেরও বিচার হয় না।
দুজনেই সরল,
একেবারেই অহংকারী নয়।
ও যেমন কুটিল, তেমন অহংকারী।
ওর ভাইও, বাপ্পা, ওর মা বাবার মতো।
এর থেকে কী বোঝা যায়?
পরিবারের একজন সদস্যকে দিয়ে
পুরো পরিবারের বিচার হয় না,
গোটা কুলেরও বিচার হয় না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৪/২০২৩বেশ!
-
ফয়জুল মহী ২৮/০৩/২০২৩সুনিপুন কবিতা
পাঠে খুব ভালো লাগল! -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৩/২০২৩ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৩/২০২৩কথা সত্য।
-
আলমগীর সরকার লিটন ২৭/০৩/২০২৩সুন্দর ভাবনা