মুরগির ইতিহাস
রেল-এ কাটা পড়লো মুরগি।
ট্রেনের ধাক্কায় মারা গেল মুরগি।
রেল লাইন-এ পড়ে মৃত মুরগি।
ট্রেন লাইন-এ মুরগির দেহ।
সেই সকাল থেকে শুরু হয়েছে এক খবর।
এক কথা কত রকম ভাবে বলা যায়।
দিনের শেষে ক্লাইম্যাক্স।
মোরগের অত্যাচারে বলি মুরগি।
গোয়েন্দা পৌঁছনোর আগেই
মোরগকে খুঁজে বার করলো খবরের চ্যানেল।
তাকে কোর্টে তোলার আগেই
শাস্তিও ঘোষণা করলো তারা।
ট্রেনের ধাক্কায় মারা গেল মুরগি।
রেল লাইন-এ পড়ে মৃত মুরগি।
ট্রেন লাইন-এ মুরগির দেহ।
সেই সকাল থেকে শুরু হয়েছে এক খবর।
এক কথা কত রকম ভাবে বলা যায়।
দিনের শেষে ক্লাইম্যাক্স।
মোরগের অত্যাচারে বলি মুরগি।
গোয়েন্দা পৌঁছনোর আগেই
মোরগকে খুঁজে বার করলো খবরের চ্যানেল।
তাকে কোর্টে তোলার আগেই
শাস্তিও ঘোষণা করলো তারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৭/২০২৩ভালো
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৬/০৫/২০২৩অপূর্ব লেখা
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৩/২০২৩বেশ বলেছেন!
-
আলমগীর সরকার লিটন ২৭/০৩/২০২৩বেশ নতুনত্ব পেলাম কবি দা
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২৩চমৎকার লিখেছেন লেখাটি পরে আমি মুগ্ধ হয়েছি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০৩/২০২৩বেশ।