মাথার রোগ
আমি আবিষ্কার করলাম-
মেয়ের তখন পনেরো বছর বয়স,
ব্যবহার পাঁচ বছরের শিশুর মতো।
মা হয়ে আমিই মেয়ের চিকিৎসক।
বড়োদের মতো ভাবতে শেখালাম-
সবাই শিখতে পারে, ও পারলো।
এখন ও অনেকটাই বড় হয়ে গেছে-
বুঝতে পারে ছোট আর বড়োর ভেদাভেদ।
ও আরও বড় হোক আমি চাই-
বুঝুক ছোট থেকে বড় হয়ে ওঠার লড়াই।
মেয়ের তখন পনেরো বছর বয়স,
ব্যবহার পাঁচ বছরের শিশুর মতো।
মা হয়ে আমিই মেয়ের চিকিৎসক।
বড়োদের মতো ভাবতে শেখালাম-
সবাই শিখতে পারে, ও পারলো।
এখন ও অনেকটাই বড় হয়ে গেছে-
বুঝতে পারে ছোট আর বড়োর ভেদাভেদ।
ও আরও বড় হোক আমি চাই-
বুঝুক ছোট থেকে বড় হয়ে ওঠার লড়াই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৩/২০২৩বেশ
-
ফয়জুল মহী ২৪/০৩/২০২৩সুন্দর উপস্থাপন।
ভালো লাগলো লেখাটি -
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০৩/২০২৩বেশ অনুভূতির।
-
শুভজিৎ বিশ্বাস ২৩/০৩/২০২৩সুন্দর হয়েছে