চিড়িয়াখানা ও অন্যান্য
১) চিড়িয়াখানা
ভুতো। ফিঙে, আমি চিড়িয়াখানায় গিয়ে তোর বাবাকে দেখেছি।
ফিঙে। তোর ঠাকুমার সাথে গাছের মগ ডালে বসে গল্প করছিল, তাই তো।
২) ভয়
স্নাতকোত্তর ছাত্র। স্যার, মাঝে মাঝে খুব ভয় করে।
অধ্যাপক। সাধুসন্তদের বাণী পড়লে মনের সব ভয় কেটে যায়।
স্নাতকোত্তর ছাত্র। বহু পড়েছি স্যার, তাই এখনো প্রেম হয়নি।
৩) ছিট
ছেলে। আমার মাথাটা মাঝে মাঝে কাজ করে না।
মা। ভাবছি, এবার পুজোতে তোর মাথার ছিট দিয়ে তোকে দুটো জামা বানিয়ে দেবো।
৪) সমুদ্র
স্যার। বলতে পারো, কিভাবে সমুদ্রের তলা দিয়ে ট্রেন যায়।
ছাত্র। কত বুড়ো বুড়ো লোক বিয়ে করে সমুদ্র সৈকতে বেড়াতে যায়, আর ট্রেন গেলেই যত দোষ।
ভুতো। ফিঙে, আমি চিড়িয়াখানায় গিয়ে তোর বাবাকে দেখেছি।
ফিঙে। তোর ঠাকুমার সাথে গাছের মগ ডালে বসে গল্প করছিল, তাই তো।
২) ভয়
স্নাতকোত্তর ছাত্র। স্যার, মাঝে মাঝে খুব ভয় করে।
অধ্যাপক। সাধুসন্তদের বাণী পড়লে মনের সব ভয় কেটে যায়।
স্নাতকোত্তর ছাত্র। বহু পড়েছি স্যার, তাই এখনো প্রেম হয়নি।
৩) ছিট
ছেলে। আমার মাথাটা মাঝে মাঝে কাজ করে না।
মা। ভাবছি, এবার পুজোতে তোর মাথার ছিট দিয়ে তোকে দুটো জামা বানিয়ে দেবো।
৪) সমুদ্র
স্যার। বলতে পারো, কিভাবে সমুদ্রের তলা দিয়ে ট্রেন যায়।
ছাত্র। কত বুড়ো বুড়ো লোক বিয়ে করে সমুদ্র সৈকতে বেড়াতে যায়, আর ট্রেন গেলেই যত দোষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৬/০৫/২০২৩অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৪/২০২৩ভালো লেগেছে।
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০৩/২০২৩প্রাণ আছে!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৩/২০২৩সুন্দর কৌতুক।