ব্যক্তিগত মতামত
ব্যক্তিগত মতামত আর দিই না-
মানুষের কাছে প্রিয় বা অপ্রিয় হয়ে কী লাভ!
প্রিয় হলে লোকে পা চাটে
আর অপ্রিয় হলে গালি দেয়।
জীবনে চলার পথে সবাই সম-
বন্ধুর পরিমাণ ও শত্রুর পরিমাপ
অযথা বাড়িয়ে কী লাভ বলো?
নিজের বোঝা নিজেই বয়ে বেড়াই-
নিজের কাছেই নিজের মান।
মানুষের কাছে প্রিয় বা অপ্রিয় হয়ে কী লাভ!
প্রিয় হলে লোকে পা চাটে
আর অপ্রিয় হলে গালি দেয়।
জীবনে চলার পথে সবাই সম-
বন্ধুর পরিমাণ ও শত্রুর পরিমাপ
অযথা বাড়িয়ে কী লাভ বলো?
নিজের বোঝা নিজেই বয়ে বেড়াই-
নিজের কাছেই নিজের মান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৩/২০২৩ঠিক বলেছেন!
-
পরিতোষ ভৌমিক ২ ১২/০৩/২০২৩বাস্তব সম্মত ।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৩/২০২৩ভালো লাগল।
-
ফয়জুল মহী ১০/০৩/২০২৩অসাধারণ