www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিড়াল কাঁদে

পাশের বাড়ির বিড়ালটা কাঁদছে।
মা বললেন, 'আমাদের জীবনে কোনো অশুভ সংকেত'।
আমি বোঝালাম, 'ওর জীবনে কিছু অশুভ ঘটেছে'।

মানুষই মানুষের শুভ অশুভ বোঝে না,
ও সামান্য বিড়াল হয়ে বুঝবে কী করে!

ভাবলে অবাক লাগে-
মানুষ মানুষের দুঃখে হাসে আর সুখে কাঁদে-
হিংসা এমন জিনিস সে মানুষকে পশু সমান করে তোলে।
কিন্তু বিড়াল সারা দিন মাছ শিকার করলেও
নিজের প্রজাতির প্রতি কখনো সহানুভূতি হারায় না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast