বিড়াল কাঁদে
পাশের বাড়ির বিড়ালটা কাঁদছে।
মা বললেন, 'আমাদের জীবনে কোনো অশুভ সংকেত'।
আমি বোঝালাম, 'ওর জীবনে কিছু অশুভ ঘটেছে'।
মানুষই মানুষের শুভ অশুভ বোঝে না,
ও সামান্য বিড়াল হয়ে বুঝবে কী করে!
ভাবলে অবাক লাগে-
মানুষ মানুষের দুঃখে হাসে আর সুখে কাঁদে-
হিংসা এমন জিনিস সে মানুষকে পশু সমান করে তোলে।
কিন্তু বিড়াল সারা দিন মাছ শিকার করলেও
নিজের প্রজাতির প্রতি কখনো সহানুভূতি হারায় না।
মা বললেন, 'আমাদের জীবনে কোনো অশুভ সংকেত'।
আমি বোঝালাম, 'ওর জীবনে কিছু অশুভ ঘটেছে'।
মানুষই মানুষের শুভ অশুভ বোঝে না,
ও সামান্য বিড়াল হয়ে বুঝবে কী করে!
ভাবলে অবাক লাগে-
মানুষ মানুষের দুঃখে হাসে আর সুখে কাঁদে-
হিংসা এমন জিনিস সে মানুষকে পশু সমান করে তোলে।
কিন্তু বিড়াল সারা দিন মাছ শিকার করলেও
নিজের প্রজাতির প্রতি কখনো সহানুভূতি হারায় না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ১০/০৩/২০২৩ঠিক বলেছেন কি না যুক্তি তর্কে যাওয়ার ইচ্ছে আমার নেই , তবে লেখা বেশ ভালো লেগেছে ।
-
আলমগীর সরকার লিটন ০৯/০৩/২০২৩বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ০৯/০৩/২০২৩অসাধারণ অনুভূতি
শুভ কামনা রইলো। -
Md. Rayhan Kazi ০৮/০৩/২০২৩দারুণ লিখেছেন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০৩/২০২৩মানুষ ই করে সংঘাত প্রতিঘাত আর কেউ নয়।