সোনা ব্যাঙ ও কোলা ব্যাঙ
সোনা ব্যাঙ:
'আমি সাহসী।
তাই বড় পর্দায়।
তুমি ভীতু।
পিছিয়ে ক্ষমতায়'।
কোলা ব্যাঙ:
'আমি কেবল মাঠে ঘোরাফেরা করি।
নামতে অক্ষম কুয়োর নীচে।
না নামলে ওঠা দায়,
তাই তোমার পিছে'।
সোনা ব্যাঙ:
'আমার প্রাচুর্যে তোমার হিংসা।
আমি অনেক।
ওপর নীচ অত জানি না।
আমার নীচে তুমি ভেক'।
কোলা ব্যাঙ:
'শিল্প কখনো নোংরা নয়।
আমি শিল্প বেচি না।
জীবনটা কেন ব্যবসা হবে?
মানুষের নেইকো অজানা'।
'আমি সাহসী।
তাই বড় পর্দায়।
তুমি ভীতু।
পিছিয়ে ক্ষমতায়'।
কোলা ব্যাঙ:
'আমি কেবল মাঠে ঘোরাফেরা করি।
নামতে অক্ষম কুয়োর নীচে।
না নামলে ওঠা দায়,
তাই তোমার পিছে'।
সোনা ব্যাঙ:
'আমার প্রাচুর্যে তোমার হিংসা।
আমি অনেক।
ওপর নীচ অত জানি না।
আমার নীচে তুমি ভেক'।
কোলা ব্যাঙ:
'শিল্প কখনো নোংরা নয়।
আমি শিল্প বেচি না।
জীবনটা কেন ব্যবসা হবে?
মানুষের নেইকো অজানা'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৫/২০২৩অপূর্ব
-
অভিজিৎ হালদার ১৯/০৩/২০২৩বেশ অন্যরকম ভাবনার বহিঃপ্রকাশ, ভালো।
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৩/২০২৩প্রাণ আছে লেখার!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৩/২০২৩সুন্দর
-
ফয়জুল মহী ০৭/০৩/২০২৩মাশাল্লাহ অসাধারণ উপস্থাপন