www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সোনা ব্যাঙ ও কোলা ব্যাঙ

সোনা ব্যাঙ:

'আমি সাহসী।
তাই বড় পর্দায়।
তুমি ভীতু।
পিছিয়ে ক্ষমতায়'।

কোলা ব্যাঙ:

'আমি কেবল মাঠে ঘোরাফেরা করি।
নামতে অক্ষম কুয়োর নীচে।
না নামলে ওঠা দায়,
তাই তোমার পিছে'।

সোনা ব্যাঙ:

'আমার প্রাচুর্যে তোমার হিংসা।
আমি অনেক।
ওপর নীচ অত জানি না।
আমার নীচে তুমি ভেক'।

কোলা ব্যাঙ:

'শিল্প কখনো নোংরা নয়।
আমি শিল্প বেচি না।
জীবনটা কেন ব্যবসা হবে?
মানুষের নেইকো অজানা'।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast