সাপ ও অন্যান্য
১) সাপ
নিশিকান্ত। আমার বাগানে প্রচুর সাপ। মাঝে মাঝে দেখা দেয়। ভয় দেখায় কিন্তু কারোকে কামড়ায় না। সাপ গুলোকে নিয়ে কী করি?
ক্লাবের প্রেসিডেন্ট, নিমাই। সাপেদের নামে থানায় এফআইআর করুন।
২) পানচিং মেশিন
স্যার। এই দুটো লেখাকে পাঞ্চ করে একটা নতুন লেখা লেখো।
ছাত্র। স্যার, আপনার বাবার কী পানচিং মেশিন বানানোর ব্যবসা?
৩) স্টিক
বাবা। তুই একটা বিষয়ে সারা দিন স্টিক করে থাকিস কেন রে?
ছেলে। আমার ফেভিস্টিক হাতে নিয়ে জন্ম।
৪) তেল
দোকানদার। আমার কাছে ইমামিও আছে, সাফোলাও আছে, কোনটা দেবো?
আমি। দাম গুলো বলো।
দোকানদার। ইমামি একশো চল্লিশ আর সাফোলা একশো পঁয়তাল্লিশ প্রতি লিটার।
আমি। দুটোই দাও, একটা দিয়ে মাছের এ পিঠ ভাজবো, আরেকটা দিয়ে ও পিঠ।
নিশিকান্ত। আমার বাগানে প্রচুর সাপ। মাঝে মাঝে দেখা দেয়। ভয় দেখায় কিন্তু কারোকে কামড়ায় না। সাপ গুলোকে নিয়ে কী করি?
ক্লাবের প্রেসিডেন্ট, নিমাই। সাপেদের নামে থানায় এফআইআর করুন।
২) পানচিং মেশিন
স্যার। এই দুটো লেখাকে পাঞ্চ করে একটা নতুন লেখা লেখো।
ছাত্র। স্যার, আপনার বাবার কী পানচিং মেশিন বানানোর ব্যবসা?
৩) স্টিক
বাবা। তুই একটা বিষয়ে সারা দিন স্টিক করে থাকিস কেন রে?
ছেলে। আমার ফেভিস্টিক হাতে নিয়ে জন্ম।
৪) তেল
দোকানদার। আমার কাছে ইমামিও আছে, সাফোলাও আছে, কোনটা দেবো?
আমি। দাম গুলো বলো।
দোকানদার। ইমামি একশো চল্লিশ আর সাফোলা একশো পঁয়তাল্লিশ প্রতি লিটার।
আমি। দুটোই দাও, একটা দিয়ে মাছের এ পিঠ ভাজবো, আরেকটা দিয়ে ও পিঠ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ০৬/০৩/২০২৩হা হা হা