আমি লেখাপড়া জানা ছেলে
আমি লেখাপড়া জানা ছেলে,
আমার হাত আর কত বড় হবে?
সত্য ছাড়া আমি কারোকে ভয় পাই না।
আপনি না জানা বীর-
এই বীরেদের হাতের পুতুল আমরা।
মিথ্যার কাছে প্রাণের দায়ে কেবল মাথা নত করা।
নিজের ভালো মন্দ সব মেনে নাও।
মুখ খুললেই বিপদ।
কার চুরির বা খুনের দায় আমার ঘাড়ে এসে পড়বে!
সত্য ধুয়ে যাবে ভিজে ঠোঙার মতো
আর মিথ্যা পেটের ভিতর চলে যাবে কুলের বীজের মতো।
আমার হাত আর কত বড় হবে?
সত্য ছাড়া আমি কারোকে ভয় পাই না।
আপনি না জানা বীর-
এই বীরেদের হাতের পুতুল আমরা।
মিথ্যার কাছে প্রাণের দায়ে কেবল মাথা নত করা।
নিজের ভালো মন্দ সব মেনে নাও।
মুখ খুললেই বিপদ।
কার চুরির বা খুনের দায় আমার ঘাড়ে এসে পড়বে!
সত্য ধুয়ে যাবে ভিজে ঠোঙার মতো
আর মিথ্যা পেটের ভিতর চলে যাবে কুলের বীজের মতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২২/০২/২০২৩বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ২২/০২/২০২৩অতুলনীয় সুন্দর প্রকাশ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০২/২০২৩সুন্দর প্রকাশ।
-
সমির প্রামাণিক ২১/০২/২০২৩শিক্ষনীয় সুন্দর। ভালো লাগলো। ভালো থাকবেন।