হা ও অন্যান্য
১) হা
স্যার। তুমি হা করলেই আমি হাওড়া বুঝতে পারি।
ছাত্র। হা দিয়ে হায়দ্রাবাদও হয়।
২) শিরায় শিরায়
স্যার। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়।
ছাত্র। আপনি যদি চলেন পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়।
৩) কাপেল
স্যার। 'কাপেল অফ মান্থস' মানে কী?
ছাত্র। 'কাপেল' মানে প্রেমিক প্রেমিকা। 'অফ' মানে এর। 'মান্থস' মানে মাস গুলো। মানে মাস গুলোর প্রেমিক প্রেমিকা!
৪) এলিজিবিলিটি
স্যার। এলিজিবিলিটি মানে কী?
ছাত্র। এলিজাবেথ একজন রানীর নাম।
স্যার। তুমি হা করলেই আমি হাওড়া বুঝতে পারি।
ছাত্র। হা দিয়ে হায়দ্রাবাদও হয়।
২) শিরায় শিরায়
স্যার। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়।
ছাত্র। আপনি যদি চলেন পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়।
৩) কাপেল
স্যার। 'কাপেল অফ মান্থস' মানে কী?
ছাত্র। 'কাপেল' মানে প্রেমিক প্রেমিকা। 'অফ' মানে এর। 'মান্থস' মানে মাস গুলো। মানে মাস গুলোর প্রেমিক প্রেমিকা!
৪) এলিজিবিলিটি
স্যার। এলিজিবিলিটি মানে কী?
ছাত্র। এলিজাবেথ একজন রানীর নাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ১০/০৩/২০২৩ভালো প্রয়াস ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০২/২০২৩সুন্দর কৌতুক ।