ফাটাফাটি
কার কী ফেটে গেলো?
কে কার কী ফাটিয়ে দিলো?
জীবনে চলার পথে অনেক কিছুই ফাটে-
বেলুন থেকে শুরু করে সাইকেলের টায়ার
বা পকেট থেকে শুরু করে মাথা!
যার ফাটে না, সে এগোতে জানে না।
দম ফাটা হাসিতে ফেটে পড়লো হল-
এই এক চিলতে হাসি
জীবনের সব ফাটাফাটির অবসান ঘটিয়ে দেয়!
তাই হাসতে হাসতে ফাটো,
ফেটে পড়ার আগে!
কে কার কী ফাটিয়ে দিলো?
জীবনে চলার পথে অনেক কিছুই ফাটে-
বেলুন থেকে শুরু করে সাইকেলের টায়ার
বা পকেট থেকে শুরু করে মাথা!
যার ফাটে না, সে এগোতে জানে না।
দম ফাটা হাসিতে ফেটে পড়লো হল-
এই এক চিলতে হাসি
জীবনের সব ফাটাফাটির অবসান ঘটিয়ে দেয়!
তাই হাসতে হাসতে ফাটো,
ফেটে পড়ার আগে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০২/২০২৩ফাটা ফাটিরই দুনিয়া!
-
Md. Rayhan Kazi ২০/০২/২০২৩বাহ্ দারুণ লিখেছেন
-
সমির প্রামাণিক ২০/০২/২০২৩সুন্দর। ভালো লাগলো। ভালো থাকবেন আপনি।
-
ফয়জুল মহী ২০/০২/২০২৩অসাধারণ ।