মাছ ও অন্যান্য
১) মাছ
মা। এমা, আমি তোকে ভুল করে ছোট পিসের মাছটা দিয়ে দিয়েছি।
আমার পাতে বড় পিসটা পড়েছে!
ছেলে। ভাজা মাছ গুলো ঝোলে দেওয়ার আগে, কার কোনটা,
সেই অনুযায়ী পিসে গুলোতে একে একে নাম লিখে তবে দেবে!
২) প্রিয় সিরিয়াল
স্ত্রী। আমার প্রিয় সিরিয়াল দিদি নম্বর ওয়ান। তোমার কী গো?
স্বামী। অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত।
৩) ওপেন বুক টেস্ট
বাবা। পুরোনো কথা সব ভুলে যা। জানবি ওগুলো ক্লোজ্ড চ্যাপ্টার।
ছেলে। এখন তাহলে ওপেন বুক টেস্ট শুরু হবে।
৪) হেঁচকি ও অম্বল
ছেঁচকি খেলেই হেঁচকি উঠবে।
আর অম্বল হলে কম্বল গায়ে দিয়ে শোবে।
মা। এমা, আমি তোকে ভুল করে ছোট পিসের মাছটা দিয়ে দিয়েছি।
আমার পাতে বড় পিসটা পড়েছে!
ছেলে। ভাজা মাছ গুলো ঝোলে দেওয়ার আগে, কার কোনটা,
সেই অনুযায়ী পিসে গুলোতে একে একে নাম লিখে তবে দেবে!
২) প্রিয় সিরিয়াল
স্ত্রী। আমার প্রিয় সিরিয়াল দিদি নম্বর ওয়ান। তোমার কী গো?
স্বামী। অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত।
৩) ওপেন বুক টেস্ট
বাবা। পুরোনো কথা সব ভুলে যা। জানবি ওগুলো ক্লোজ্ড চ্যাপ্টার।
ছেলে। এখন তাহলে ওপেন বুক টেস্ট শুরু হবে।
৪) হেঁচকি ও অম্বল
ছেঁচকি খেলেই হেঁচকি উঠবে।
আর অম্বল হলে কম্বল গায়ে দিয়ে শোবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ১৮/০২/২০২৩মজা পেলাম