বড় মানুষ
মানুষের হাতে টাকা দিলে
মানুষ কুঁড়ে হয়ে যাবে।
তাকে খেটে খেতে শেখাও,
তাহলেই দূর হবে অভাব।
এই অভাবের উৎস
হাত গুটিয়ে বসে থাকা।
হ্যাঁ, চেষ্টা করলে সোনা পাওয়া যায় না ঠিকই,
তবে সোনার ফসল ফলানো যায়।
মন দিয়ে কাজে লেগে থাকো-
ভাত কাপড়ের অভাব হবে না কখনো।
বড় লোক হওয়ার কোনো দরকার নেই,
কেবল বড় মানুষ হও।
মানুষ কুঁড়ে হয়ে যাবে।
তাকে খেটে খেতে শেখাও,
তাহলেই দূর হবে অভাব।
এই অভাবের উৎস
হাত গুটিয়ে বসে থাকা।
হ্যাঁ, চেষ্টা করলে সোনা পাওয়া যায় না ঠিকই,
তবে সোনার ফসল ফলানো যায়।
মন দিয়ে কাজে লেগে থাকো-
ভাত কাপড়ের অভাব হবে না কখনো।
বড় লোক হওয়ার কোনো দরকার নেই,
কেবল বড় মানুষ হও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০২/২০২৩বেশ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০২/২০২৩বেশ লাগলো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০২/২০২৩সুন্দর
-
ফয়জুল মহী ১৩/০২/২০২৩দারুণ কবিতা,
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/০২/২০২৩বড় মানুষ হওয়াই দরকারি।