রোমান্স ও অন্যান্য
১) রোমান্স
বাবা। তুই প্রকৃতি নিয়ে কবিতা লিখতে পারিস না,
খালি রাজনীতি নিয়ে লিখিস!
ছেলে। তোমার মধ্যে যেমন কোনো রোমান্স নেই,
খালি অকারণে বকাবকি করো।
২) কাক
ছেলেটা লম্বা। সেই নিয়ে অহংকার। আকাশ দিয়ে কাক উড়ে গেলে,
ও মাথা নত করে, পাছে যদি মাথায় ধাক্কা লেগে যায়!
৩) কড়াইশুঁটি
আসল প্রেম মানে
কড়াইশুঁটি বাছার সময়
প্রাণভরে খুনসুটি।
৪) গাড়ি ও নারী
মা। বাবাই, বড় রাস্তায় হাঁটতে গেলে সাবধানে চলবি,
অনেক গাড়ি ফাড়ি আছে।
ছেলে। ফাড়ি একটাও নেই, নারী আছে প্রচুর।
বাবা। তুই প্রকৃতি নিয়ে কবিতা লিখতে পারিস না,
খালি রাজনীতি নিয়ে লিখিস!
ছেলে। তোমার মধ্যে যেমন কোনো রোমান্স নেই,
খালি অকারণে বকাবকি করো।
২) কাক
ছেলেটা লম্বা। সেই নিয়ে অহংকার। আকাশ দিয়ে কাক উড়ে গেলে,
ও মাথা নত করে, পাছে যদি মাথায় ধাক্কা লেগে যায়!
৩) কড়াইশুঁটি
আসল প্রেম মানে
কড়াইশুঁটি বাছার সময়
প্রাণভরে খুনসুটি।
৪) গাড়ি ও নারী
মা। বাবাই, বড় রাস্তায় হাঁটতে গেলে সাবধানে চলবি,
অনেক গাড়ি ফাড়ি আছে।
ছেলে। ফাড়ি একটাও নেই, নারী আছে প্রচুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১৫/০২/২০২৩বেশ !
-
বোরহানুল ইসলাম লিটন ১১/০২/২০২৩সুন্দর!
-
মোঃজাকিরুল চৌধুরী ১০/০২/২০২৩Nc