ভালোমন্দ খাওয়া
মা বাবা আমাদের ভালোমন্দ খাইয়ে মানুষ করেন
কিন্তু আমরা মা বাবাকে ভালোমন্দ খাওয়াতে পারি না।
আমরা যখন বড় হই,
মা বাবা তখন বুড়ো হয়ে যান-
খাবার বয়স আর থাকে না।
তারা বলেন,
'আমরা যেভাবে সন্তান পালন করেছি,
তোমরাও সেভাবে সন্তান পালন করো'।
কিন্তু আমরা মা বাবাকে ভালোমন্দ খাওয়াতে পারি না।
আমরা যখন বড় হই,
মা বাবা তখন বুড়ো হয়ে যান-
খাবার বয়স আর থাকে না।
তারা বলেন,
'আমরা যেভাবে সন্তান পালন করেছি,
তোমরাও সেভাবে সন্তান পালন করো'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/০২/২০২৩অসাধারণ সত্য কথা।ধন্যবাদ কবিকে।
-
ফয়জুল মহী ০৮/০২/২০২৩Excellent
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০২/২০২৩বেশ