পরিশেষে ও অন্যান্য
১) পরিশেষে
স্যার। পরিশেষে মানে বলো।
ছাত্র। আবার কোন পরীর জীবন শেষ হয়ে গেল স্যার!
২) হাফ প্যান্ট
মা। বাবু, বাড়িতে লোক আসবে, তুমি কিন্তু হাফ প্যান্ট পরে থাকবে না। ফুল প্যান্ট পরবে।
ছেলে। বুড়ো দামড়া ধারী মেয়ে গুলো রাস্তায় সব হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আর আমি ঘরে পরলেই দোষ।
৩) হনুমান টুপি
রোগী। পাখার তলায় ঘুমোলে খুব মাথা ব্যথা করে। কী ওষুধ খাবো?
ডাক্তার। হনুমান টুপি পরে রোজ রাতে ঘুমোতে যান।
৪) পিঁয়াজ
রোগী। সকালে উঠে মুখে খুব গন্ধ হয়, রোজ রাতে দাঁত মেজে ঘুমোতে যাই, তও।
কম্পাউন্ডার। একটা কাঁচা পিঁয়াজের টুকরো মুখে নিয়ে ঘুমোবে। বিষে বিষে বিষক্ষয়।
৫) পাওয়ার কাট
স্যার। কেবল পাওয়ার কাট কথাটা ঠিক, লোডশেডিং কথাটাও ঠিক নয়।
ছাত্র। আমাদের গেরামে বলে, কেরেন চলে গেল।
স্যার। পরিশেষে মানে বলো।
ছাত্র। আবার কোন পরীর জীবন শেষ হয়ে গেল স্যার!
২) হাফ প্যান্ট
মা। বাবু, বাড়িতে লোক আসবে, তুমি কিন্তু হাফ প্যান্ট পরে থাকবে না। ফুল প্যান্ট পরবে।
ছেলে। বুড়ো দামড়া ধারী মেয়ে গুলো রাস্তায় সব হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আর আমি ঘরে পরলেই দোষ।
৩) হনুমান টুপি
রোগী। পাখার তলায় ঘুমোলে খুব মাথা ব্যথা করে। কী ওষুধ খাবো?
ডাক্তার। হনুমান টুপি পরে রোজ রাতে ঘুমোতে যান।
৪) পিঁয়াজ
রোগী। সকালে উঠে মুখে খুব গন্ধ হয়, রোজ রাতে দাঁত মেজে ঘুমোতে যাই, তও।
কম্পাউন্ডার। একটা কাঁচা পিঁয়াজের টুকরো মুখে নিয়ে ঘুমোবে। বিষে বিষে বিষক্ষয়।
৫) পাওয়ার কাট
স্যার। কেবল পাওয়ার কাট কথাটা ঠিক, লোডশেডিং কথাটাও ঠিক নয়।
ছাত্র। আমাদের গেরামে বলে, কেরেন চলে গেল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১৫/০২/২০২৩ভালো লাগলো
-
নাসিফ আমের চৌধুরী ০৬/০২/২০২৩সুন্দর হয়েছে