মাতব্বর ও অন্যান্য
১) মাতব্বর
প্রশ্ন। কার বর সবার বড়?
উত্তর। মাতব্বর।
২) কাজল
প্রশ্ন। কোন জল গড়িয়ে যায় না?
উত্তর। কাজল।
৩) ভ্যারি
সব পুরুষ যদি এক হয়, তাহলে কেন বলে,
'ম্যান টু ম্যান ভ্যারি করে'?
যদি মেয়েদের আলাদা আলাদা মন হয়, তাহলে কেন
ওম্যান টু ওম্যান ভ্যারি করবে না!
৪) অপেরা
গদাই। আমি সিনেমা দেখি না, কেবল অপেরা দেখি।
ভোদাই। অপেরা মানে যেখানে শুরুতে শিয়াল গুলো গলা সাধে!
৫) মার্জিনাল
স্যার। খাতার চার পাশে মার্জিন নেই কেন?
ছাত্র। আমি এমনিতেই মার্জিনাল, চার পাশে মার্জিন টানলে কোথায় দাঁড়াবার জায়গা পাবো বলুন!
প্রশ্ন। কার বর সবার বড়?
উত্তর। মাতব্বর।
২) কাজল
প্রশ্ন। কোন জল গড়িয়ে যায় না?
উত্তর। কাজল।
৩) ভ্যারি
সব পুরুষ যদি এক হয়, তাহলে কেন বলে,
'ম্যান টু ম্যান ভ্যারি করে'?
যদি মেয়েদের আলাদা আলাদা মন হয়, তাহলে কেন
ওম্যান টু ওম্যান ভ্যারি করবে না!
৪) অপেরা
গদাই। আমি সিনেমা দেখি না, কেবল অপেরা দেখি।
ভোদাই। অপেরা মানে যেখানে শুরুতে শিয়াল গুলো গলা সাধে!
৫) মার্জিনাল
স্যার। খাতার চার পাশে মার্জিন নেই কেন?
ছাত্র। আমি এমনিতেই মার্জিনাল, চার পাশে মার্জিন টানলে কোথায় দাঁড়াবার জায়গা পাবো বলুন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসিফ আমের চৌধুরী ০৫/০২/২০২৩ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০২/০২/২০২৩বেশ!
-
আলমগীর সরকার লিটন ০২/০২/২০২৩চমৎকার কৌতুক হাসে হাসে পেট গেলো দাদা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০২/২০২৩সুন্দর কৌতুক।