উন্নতি
উন্নতি হলে তো
আগে ভাঙতেই হবে,
না ভাঙলে গড়বো কি করে?
যদি ভাঙায় আপত্তি থাকে,
তাহলে গড়বো কি করে?
ভেঙো না, তাড়া আছে।
কিসের এত তাড়া?
তাড়া কেবল সময়ের থাকে।
তোমার আমার কেন?
আমরা তো তার ক্রীতদাস!
কেবল তার সাথে তাল মিলিয়ে চলা-
যার নাম উন্নতি।
আগে ভাঙতেই হবে,
না ভাঙলে গড়বো কি করে?
যদি ভাঙায় আপত্তি থাকে,
তাহলে গড়বো কি করে?
ভেঙো না, তাড়া আছে।
কিসের এত তাড়া?
তাড়া কেবল সময়ের থাকে।
তোমার আমার কেন?
আমরা তো তার ক্রীতদাস!
কেবল তার সাথে তাল মিলিয়ে চলা-
যার নাম উন্নতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/০১/২০২৩
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০১/২০২৩প্রয়োজনে ভাঙ্গা যেতে পারে।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০১/২০২৩ভাল।
ভালো লাগলো