ছেলেবেলা
ছেলেবেলাটা খুব উর্বর সময়।
যদি ভালোবাসা পাও,
ভালোবাসতে শিখবে।
যদি মার খাও,
মারতে শিখবে।
কেউ খুনি হয়ে জন্মায় না-
সমাজ তাকে খুনি তৈরী করে।
কেউ মহান হয়েও জন্মায় না-
সমাজের অনুকূল স্রোতে ভেসে সে মহান হয়।
প্রতিকূল পরিবেশেই প্রতিকূল মনোভাব জন্মায়।
স্রোতে জোয়ার ভাটা আছে-
সমাজ নদীর অপর নাম।
ছেলেবেলাটা নদীর উত্স।
যদি ভালোবাসা পাও,
ভালোবাসতে শিখবে।
যদি মার খাও,
মারতে শিখবে।
কেউ খুনি হয়ে জন্মায় না-
সমাজ তাকে খুনি তৈরী করে।
কেউ মহান হয়েও জন্মায় না-
সমাজের অনুকূল স্রোতে ভেসে সে মহান হয়।
প্রতিকূল পরিবেশেই প্রতিকূল মনোভাব জন্মায়।
স্রোতে জোয়ার ভাটা আছে-
সমাজ নদীর অপর নাম।
ছেলেবেলাটা নদীর উত্স।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২১/০১/২০২৩ভালো লাগলো
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০১/২০২৩সুন্দর!
-
ফয়জুল মহী ২০/০১/২০২৩বেশ চমৎকার উপস্থাপন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০১/২০২৩দারুণ