www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছেলেবেলা

ছেলেবেলাটা খুব উর্বর সময়।
যদি ভালোবাসা পাও,
ভালোবাসতে শিখবে।
যদি মার খাও,
মারতে শিখবে।
কেউ খুনি হয়ে জন্মায় না-
সমাজ তাকে খুনি তৈরী করে।
কেউ মহান হয়েও জন্মায় না-
সমাজের অনুকূল স্রোতে ভেসে সে মহান হয়।
প্রতিকূল পরিবেশেই প্রতিকূল মনোভাব জন্মায়।
স্রোতে জোয়ার ভাটা আছে-
সমাজ নদীর অপর নাম।
ছেলেবেলাটা নদীর উত্স।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast