সুইসাইড ও অন্যান্য
১) সুইসাইড
সমুদ্রের তীরে লাশ পাওয়া গেছে।
কাগজে পরদিন হেডলাইন ছাপা হল:
সি সাইড-এ গিয়ে সুইসাইড।
২) জিম
'আমি মেয়ে হয়ে একশো কেজি ওজন তুলতে পারি'।
'দিদি, এবার নিজের হাসব্যান্ড-কে লিফ্ট করুন'।
৩) বরবটি ১
'ও সবজিওয়ালা, গাজর আছে গো'?
'হ্যাঁ, আছে বৌদি'।
'ভাই, তোমার নামটা কী'?
ভিতর থেকে দাদা বললো, 'বরবটি'।
৪) বরবটি ২
বিয়ের সভায় বলছে, 'বর ও বৌটি', দাদু শুনলেন, বরবটি।
তিনি জানতে চাইলেন, 'বরবটি দিয়ে কী চিকেন ভাপা রান্না হয়েছে'?
৫) চাপ
'মাথায় এখন প্রচুর চাপ'।
'চিকেন না মটন'?
৬) বাইপাস
'কোথায় যাবে'?
'বাইপাস'।
'দেখবে, বাইপাস-এ যেতে গিয়ে আবার রং পাস-এ চলে যেও না'!
৭) নামে কী এসে যায়
'মারিয়া গানম্যান, বলুন তো এটা ছেলে না মেয়ের নাম'।
'ছেলের নাম'।
'কেন'?
'শেষে ম্যান আছে'।
'মানে'!
'ম্যানের আগে আবার গানও আছে'।
'সর্বনাশ'!
সমুদ্রের তীরে লাশ পাওয়া গেছে।
কাগজে পরদিন হেডলাইন ছাপা হল:
সি সাইড-এ গিয়ে সুইসাইড।
২) জিম
'আমি মেয়ে হয়ে একশো কেজি ওজন তুলতে পারি'।
'দিদি, এবার নিজের হাসব্যান্ড-কে লিফ্ট করুন'।
৩) বরবটি ১
'ও সবজিওয়ালা, গাজর আছে গো'?
'হ্যাঁ, আছে বৌদি'।
'ভাই, তোমার নামটা কী'?
ভিতর থেকে দাদা বললো, 'বরবটি'।
৪) বরবটি ২
বিয়ের সভায় বলছে, 'বর ও বৌটি', দাদু শুনলেন, বরবটি।
তিনি জানতে চাইলেন, 'বরবটি দিয়ে কী চিকেন ভাপা রান্না হয়েছে'?
৫) চাপ
'মাথায় এখন প্রচুর চাপ'।
'চিকেন না মটন'?
৬) বাইপাস
'কোথায় যাবে'?
'বাইপাস'।
'দেখবে, বাইপাস-এ যেতে গিয়ে আবার রং পাস-এ চলে যেও না'!
৭) নামে কী এসে যায়
'মারিয়া গানম্যান, বলুন তো এটা ছেলে না মেয়ের নাম'।
'ছেলের নাম'।
'কেন'?
'শেষে ম্যান আছে'।
'মানে'!
'ম্যানের আগে আবার গানও আছে'।
'সর্বনাশ'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ০১/০২/২০২৩দুর্দান্ত
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০২৩বাঃ, ভাল।
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০১/২০২৩সবকটি অনন্য!