চাকরি
শিক্ষা সকলের জন্য
কিন্তু কোনো সরকার
সকলকে চাকরি দিতে পারে না
সকলকে শিক্ষিত করতে পারলেও।
তাই বলি,
প্রত্যেক পরিবার থেকে একজন চাকরি পাক,
সে ছেলে হতে পারে, বা মেয়ে, বা অর্ধনারীশ্বর।
প্রত্যেক মানুষ বাঁচুক-
তার থেকে বড় কথা,
পরিবারের প্রত্যেক সদস্য বাঁচুক।
একা বাঁচা যায় না, বাঁচতে হয় দলে।
পরিবার গুলো মিলেই গ্রাম
আর গ্রাম গুলো মিলেই দুনিয়া।
কিন্তু কোনো সরকার
সকলকে চাকরি দিতে পারে না
সকলকে শিক্ষিত করতে পারলেও।
তাই বলি,
প্রত্যেক পরিবার থেকে একজন চাকরি পাক,
সে ছেলে হতে পারে, বা মেয়ে, বা অর্ধনারীশ্বর।
প্রত্যেক মানুষ বাঁচুক-
তার থেকে বড় কথা,
পরিবারের প্রত্যেক সদস্য বাঁচুক।
একা বাঁচা যায় না, বাঁচতে হয় দলে।
পরিবার গুলো মিলেই গ্রাম
আর গ্রাম গুলো মিলেই দুনিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
শুভ কামনা প্রিয় কবির জন্য।