হেটা ও অন্যান্য
১) হেটা
প্রথমে হেটা হতে শেখো,
নইলে ঝাঁটা মারবে কীভাবে!
২) ছেলেখেলা
'বিষয়টা কী ছেলেখেলা'?
'ছেলেখেলা যেমন নয়, ছেলে খেলানোও নয়'।
৩) বরফ
'শুনলাম ভিক্টোরিয়া-তে নাকি বরফ পড়েছে'!
'তোমার দাদু হাফ পাগল, আর তুমি ফুল পাগল'।
৪) ক্লাস ওয়ার্ক
প্রীতমের হোম ওয়ার্ক করানোর জন্য ওর মা ওকে ওর বন্ধু, সুজিতের বাড়ি নিয়ে গেলেন। সুজিতের মা নেই, কেবল বাবা আছেন। প্রীতমের বাবা ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখেন নি। প্রীতমের মা বললেন, 'কেবল হোম ওয়ার্ক করেছি, ক্লাস ওয়ার্ক তো করিনি'।
৫) হালাল
'আমি কেবল হালাল করা মুরগি খাই'।
'আমি সব রকম মুরগি খাই- ট্রেনে কাটা পড়ে মরা, বাসে ধাক্কা খেয়ে মরা, প্লেন ক্র্যাশ-এ মরা, গলায় দড়ি দিয়ে মরা, হাতের শিরা কেটে মরা, বিষ খেয়ে মরা, শ্বাস বন্ধ হয়ে মরা, জলে ডুবে মরা, আগুনে পুড়ে মরা, পাহাড় থেকে পড়ে মরা, ভুল চিকিৎসার জন্য মরা ইত্যাদি ইত্যাদি'।
প্রথমে হেটা হতে শেখো,
নইলে ঝাঁটা মারবে কীভাবে!
২) ছেলেখেলা
'বিষয়টা কী ছেলেখেলা'?
'ছেলেখেলা যেমন নয়, ছেলে খেলানোও নয়'।
৩) বরফ
'শুনলাম ভিক্টোরিয়া-তে নাকি বরফ পড়েছে'!
'তোমার দাদু হাফ পাগল, আর তুমি ফুল পাগল'।
৪) ক্লাস ওয়ার্ক
প্রীতমের হোম ওয়ার্ক করানোর জন্য ওর মা ওকে ওর বন্ধু, সুজিতের বাড়ি নিয়ে গেলেন। সুজিতের মা নেই, কেবল বাবা আছেন। প্রীতমের বাবা ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখেন নি। প্রীতমের মা বললেন, 'কেবল হোম ওয়ার্ক করেছি, ক্লাস ওয়ার্ক তো করিনি'।
৫) হালাল
'আমি কেবল হালাল করা মুরগি খাই'।
'আমি সব রকম মুরগি খাই- ট্রেনে কাটা পড়ে মরা, বাসে ধাক্কা খেয়ে মরা, প্লেন ক্র্যাশ-এ মরা, গলায় দড়ি দিয়ে মরা, হাতের শিরা কেটে মরা, বিষ খেয়ে মরা, শ্বাস বন্ধ হয়ে মরা, জলে ডুবে মরা, আগুনে পুড়ে মরা, পাহাড় থেকে পড়ে মরা, ভুল চিকিৎসার জন্য মরা ইত্যাদি ইত্যাদি'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৮/০১/২০২৩
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/০১/২০২৩হাস্যরসের ভাবনা। পড়ে হাসা নিষেধ!!
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০১/২০২৩সবকটি অসামান্য!
বেশ সুনির্মিত একটা কবিতা