চার যুগ
জীবনের প্রথম বারো বছর সবাই সত্যি বলে।
এর নাম সত্য যুগ।
দ্বিতীয় বারো বছর সম্মুখ সমরে লড়তে শেখা জীবনের সাথে।
এর নাম ত্রেতা যুগ।
তারপর বারো বছর চলার পথে কেবল রাজনীতির খেলা।
এর নাম দ্বাপর যুগ।
পরের বারো বছর কেবল সত্য থেকে দূরে থাকা- মিথ্যার ওপর দাঁড়িয়ে দুনিয়া।
এর নাম কলি যুগ।
এরপর আরো বারো বছর কেবল ভুলভাল বকে চলা।
এর নাম ঘোর কলি।
ঘোর কলির পর মৃত্যু।
হিসাব করে দেখুন এক মৃত্যুর আগে আমরা পাঁচবার জন্মাই।
এর নাম সত্য যুগ।
দ্বিতীয় বারো বছর সম্মুখ সমরে লড়তে শেখা জীবনের সাথে।
এর নাম ত্রেতা যুগ।
তারপর বারো বছর চলার পথে কেবল রাজনীতির খেলা।
এর নাম দ্বাপর যুগ।
পরের বারো বছর কেবল সত্য থেকে দূরে থাকা- মিথ্যার ওপর দাঁড়িয়ে দুনিয়া।
এর নাম কলি যুগ।
এরপর আরো বারো বছর কেবল ভুলভাল বকে চলা।
এর নাম ঘোর কলি।
ঘোর কলির পর মৃত্যু।
হিসাব করে দেখুন এক মৃত্যুর আগে আমরা পাঁচবার জন্মাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/০১/২০২৩কথা গুলো চমৎকার। তবে কবিতায় আরো প্রচেষ্টা করতে হবে।
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০১/২০২৩বেশ বলেছেন তো!
-
আলমগীর সরকার লিটন ০৪/০১/২০২৩চমৎকার চার যুগ
-
ফয়জুল মহী ০৪/০১/২০২৩Excellent