সূর্য চন্দ্র
মা দুই ছেলেকে বললেন,
'তোরা নেমন্তন্ন খেতে যাচ্ছিস,
আমার জন্য দুটি নিয়ে আসিস'।
নেমন্তন্ন খেয়ে দুজনেই কিছু খাবার তুলে নিলো মায়ের জন্য।
ফেরার পথে সূর্যের খিদে পেয়ে গেল,
সে তার মায়ের জন্য তোলা খাবার খেয়ে ফেললো।
চন্দ্র খাবারটা নিয়ে এসে মাকে দিল।
মা জানতে পেরে বললেন,
'সূর্য, তুই সারা জীবন রোদে জ্বলবি
আর চন্দ্র, তুই রাতের শীতল ছায়ায় নিশ্চিন্তে ঘুমোবি'।
'তোরা নেমন্তন্ন খেতে যাচ্ছিস,
আমার জন্য দুটি নিয়ে আসিস'।
নেমন্তন্ন খেয়ে দুজনেই কিছু খাবার তুলে নিলো মায়ের জন্য।
ফেরার পথে সূর্যের খিদে পেয়ে গেল,
সে তার মায়ের জন্য তোলা খাবার খেয়ে ফেললো।
চন্দ্র খাবারটা নিয়ে এসে মাকে দিল।
মা জানতে পেরে বললেন,
'সূর্য, তুই সারা জীবন রোদে জ্বলবি
আর চন্দ্র, তুই রাতের শীতল ছায়ায় নিশ্চিন্তে ঘুমোবি'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ০৫/০১/২০২৩সুন্দর
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/০১/২০২৩চমৎকার রূপক কবিতা।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/০১/২০২৩রুপকে মজাদার লেখনি।
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০১/২০২৩অনন্য সৃজন!
-
অভিজিৎ হালদার ০৩/০১/২০২৩সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ।