আলোর আবিষ্কার
'স্যার আমি আলোর পাশে আলো দেখতে পাচ্ছি'।
'ওটা কিছু নয়। তোমার মনের ভুল'।
কাগজে আঁকা,
ঠাঁই ডাস্টবিনে।
ছাত্র ভুলে গেল নিজের আবিষ্কার।
শিক্ষক ডাস্টবিন ঘেঁটে বার করলেন আলো।
তারপর বিশ্ব খ্যাতি।
ছাত্র অবাক নয়, নির্বিকার।
আবিষ্কারের গোপন সূত্র আবিষ্কার।
আবিষ্কারের রাজনীতি।
আলো হারায় না, হারায় কেবল অন্ধকার!
'ওটা কিছু নয়। তোমার মনের ভুল'।
কাগজে আঁকা,
ঠাঁই ডাস্টবিনে।
ছাত্র ভুলে গেল নিজের আবিষ্কার।
শিক্ষক ডাস্টবিন ঘেঁটে বার করলেন আলো।
তারপর বিশ্ব খ্যাতি।
ছাত্র অবাক নয়, নির্বিকার।
আবিষ্কারের গোপন সূত্র আবিষ্কার।
আবিষ্কারের রাজনীতি।
আলো হারায় না, হারায় কেবল অন্ধকার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০১/২০২৩অনন্য!
-
ফয়জুল মহী ০২/০১/২০২৩সুন্দর
-
শ.ম. শহীদ ০২/০১/২০২৩চমৎকার লিখনী!