বাজি ফাটানো
দু বছর বুকে ব্যথা নিয়ে বসে-
না, হার্টের কোনও সমস্যা নেই-
তবে সমস্যা ছিল বৈকি,
কেবল মেলামেশায়।
নতুন বছরে নতুন শপথ-
ফাটিয়ে দিলাম চাপা দুঃখ যত পটকার সাথে।
পটকার রং সবুজ, তরুণ বলে নয়, পরিবেশ বান্ধব-
যে পরিবেশ দু বছর ধরে অসুর নামক শত্রু ছিল,
সে এখন বন্ধু।
বাজির আওয়াজে পালিয়ে গেল সকল ভয় ভাবনা।
বাজির আলোয় জ্বলে উঠলো নতুন জীবনের অঙ্গীকার।
না, হার্টের কোনও সমস্যা নেই-
তবে সমস্যা ছিল বৈকি,
কেবল মেলামেশায়।
নতুন বছরে নতুন শপথ-
ফাটিয়ে দিলাম চাপা দুঃখ যত পটকার সাথে।
পটকার রং সবুজ, তরুণ বলে নয়, পরিবেশ বান্ধব-
যে পরিবেশ দু বছর ধরে অসুর নামক শত্রু ছিল,
সে এখন বন্ধু।
বাজির আওয়াজে পালিয়ে গেল সকল ভয় ভাবনা।
বাজির আলোয় জ্বলে উঠলো নতুন জীবনের অঙ্গীকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০২/০১/২০২৩
-
ফয়জুল মহী ০১/০১/২০২৩সুনিপুণ ভাবনায় মনছুঁয়া লেখনী।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০১/২০২৩ভালো।
নববর্ষের শুভেচ্ছা রইলো প্রিয় কবি।