কপাল
কপাল লুঙ্গির মতো।
যখন তখন খুলে যায়।
কার ধান কে কাটে,
কার ভাগ্যে কে খায়।
জীবন রঙে ভরপুর।
কপাল খুললে পৌষমাস।
জীবনে কোনও রং নেই।
লুঙ্গি খুললে যত সর্বনাশ।
কপাল লোকে নিয়ে জন্মায়।
লুঙ্গি বেচাকেনা হয় হাটে বাজারে।
কপাল যদি বেচাকেনা হতো লুঙ্গির মতো-
পালের হাওয়া ভাসিয়ে দিতো মনের অন্তরে।
যখন তখন খুলে যায়।
কার ধান কে কাটে,
কার ভাগ্যে কে খায়।
জীবন রঙে ভরপুর।
কপাল খুললে পৌষমাস।
জীবনে কোনও রং নেই।
লুঙ্গি খুললে যত সর্বনাশ।
কপাল লোকে নিয়ে জন্মায়।
লুঙ্গি বেচাকেনা হয় হাটে বাজারে।
কপাল যদি বেচাকেনা হতো লুঙ্গির মতো-
পালের হাওয়া ভাসিয়ে দিতো মনের অন্তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০১/২০২৩
-
শ.ম. শহীদ ০১/০১/২০২৩অসামান্য।
-
ফয়জুল মহী ৩১/১২/২০২২চমৎকার
শ্রমের দ্বারা কপাল খুলে মেধা ও দক্ষতার ফাঁকে।