নারী শিক্ষা ও অন্যান্য
১) নারী শিক্ষা
রতন। আমার পুত্রবধূ ঘরের সব কাজ জানে।
পরেশ। আমার বৌমা চাকরি করে।
রতন। আমার ছেলে একা যা কামায়, সেটা তোর ছেলে বৌ দুজনে মিলে কামায়।
ঋষি। আমরা বৌমাকে আমেরিকাতে পড়তে পাঠিয়েছি।
রতন। তোকে দেখে বিদ্যাসাগরের কথা মনে পড়ছে।
পরেশ। তা তুই নিজের ছেলেকে অত কম লেখাপড়া শেখালি কেন?
২) মাঙ্গলিক
ছেলের বাবা। মেয়ের কি মঙ্গলের দোষ আছে?
মেয়ের বাবা। আমরা এসব মানি না। আমরা ছেলের খোঁজ খবর নেবো।
ছেলের বাবা। প্রয়োজনে মঙ্গলে গিয়েও আপনি সন্ধান চালাতে পারেন।
৩) ডেন্টিস্ট
পাত্র। মেয়ে কি করে?
পাত্রী। আমি ডেন্টিস্ট।
পাত্র। ওরে বাবা রে, যতগুলো দাঁত আস্ত আছে, সেগুলোও তুলে নেবে।
৪) সিসিটিভি
স্বামী। ঘরে কে এসেছিল?
স্ত্রী। পাড়ার গৌতমদা গো। মাসকাবাড়ি মাল দিতে এসেছিল, সোফাতে বসে একটু গল্প করে গেল।
স্বামী। সে কী গো!
স্ত্রী। তুমি যে রোজ ম্যাডামের সাথে অফিস-এ বসে গল্প করো।
স্বামী। কিন্তু অফিস-এ সিসিটিভি আছে, ঘরে তা নেই।
রতন। আমার পুত্রবধূ ঘরের সব কাজ জানে।
পরেশ। আমার বৌমা চাকরি করে।
রতন। আমার ছেলে একা যা কামায়, সেটা তোর ছেলে বৌ দুজনে মিলে কামায়।
ঋষি। আমরা বৌমাকে আমেরিকাতে পড়তে পাঠিয়েছি।
রতন। তোকে দেখে বিদ্যাসাগরের কথা মনে পড়ছে।
পরেশ। তা তুই নিজের ছেলেকে অত কম লেখাপড়া শেখালি কেন?
২) মাঙ্গলিক
ছেলের বাবা। মেয়ের কি মঙ্গলের দোষ আছে?
মেয়ের বাবা। আমরা এসব মানি না। আমরা ছেলের খোঁজ খবর নেবো।
ছেলের বাবা। প্রয়োজনে মঙ্গলে গিয়েও আপনি সন্ধান চালাতে পারেন।
৩) ডেন্টিস্ট
পাত্র। মেয়ে কি করে?
পাত্রী। আমি ডেন্টিস্ট।
পাত্র। ওরে বাবা রে, যতগুলো দাঁত আস্ত আছে, সেগুলোও তুলে নেবে।
৪) সিসিটিভি
স্বামী। ঘরে কে এসেছিল?
স্ত্রী। পাড়ার গৌতমদা গো। মাসকাবাড়ি মাল দিতে এসেছিল, সোফাতে বসে একটু গল্প করে গেল।
স্বামী। সে কী গো!
স্ত্রী। তুমি যে রোজ ম্যাডামের সাথে অফিস-এ বসে গল্প করো।
স্বামী। কিন্তু অফিস-এ সিসিটিভি আছে, ঘরে তা নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০১/০১/২০২৩বাঃ খুব হাসির!
-
ফয়জুল মহী ৩১/১২/২০২২Happy new year