সুখী মানুষ
দুনিয়ার সব থেকে সুখী মানুষ-
যে কেবল বর্তমানে বেঁচে থাকতে জানে।
অতীত বড় ব্যথা দেয়
আর ভবিষ্যৎ উতলা করে তোলে।
অতীত ও ভবিষ্যৎ ঘুমোতে দেয় না-
কেবল বর্তমানেই চোখের দু পাতা এক হয়।
অথচ যার অতীত নেই,
তার নেই কোনো বর্তমান।
যার বর্তমান নেই,
তার নেই কোনো ভবিষ্যৎ।
যে দার্শনিক, সে অতি চিন্তাশীল।
যে মানুষ কেবল চোখ খুললেই দেখতে পায়,
সে কেবল বর্তমানকেই চেনে।
তাই অত ভেবো না,
সময়ের টানাপোড়েনের সাথে সদা নির্বিকার থেকো।
যার ভাবনা নেই, তার দুঃখ নেই!
যে কেবল বর্তমানে বেঁচে থাকতে জানে।
অতীত বড় ব্যথা দেয়
আর ভবিষ্যৎ উতলা করে তোলে।
অতীত ও ভবিষ্যৎ ঘুমোতে দেয় না-
কেবল বর্তমানেই চোখের দু পাতা এক হয়।
অথচ যার অতীত নেই,
তার নেই কোনো বর্তমান।
যার বর্তমান নেই,
তার নেই কোনো ভবিষ্যৎ।
যে দার্শনিক, সে অতি চিন্তাশীল।
যে মানুষ কেবল চোখ খুললেই দেখতে পায়,
সে কেবল বর্তমানকেই চেনে।
তাই অত ভেবো না,
সময়ের টানাপোড়েনের সাথে সদা নির্বিকার থেকো।
যার ভাবনা নেই, তার দুঃখ নেই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১২/২০২২বেশ
-
ফয়জুল মহী ০৯/১২/২০২২সুনিপুণ লেখাটি ,