প্রদীপ
হাওয়ার সাথে সাথে প্রদীপের শিখার তেজ বদলায়।
উল্টো হাওয়ায় সে নিভতে থাকে,
সোজা হাওয়ায় সদা উদীয়মান।
কেউ উল্টো স্রোতে তাকে জল দিয়ে জ্বালায়,
সে জ্বলে ওঠে ক্ষণিকের তরে।
ব্যাস, তারপরে সব জল উবে গেলে
প্রদীপ নিভে যায় চিরতরে।
উল্টো স্রোতে যে কেবল সোজা হয়ে বসে থাকে,
তার প্রদীপ আজীবন টিমটিম করে জ্বলে,
সারা জীবন সোজা হাওয়া না পেলেও।
সোজা হাওয়া সব প্রদীপ পায় না।
তবু কারো প্রদীপ টিমটিম করে জ্বলে আজীবন,
আর কারো তা দপ করে জ্বলেই নিভে যায়।
আমার তোমার প্রদীপ কেমন জ্বলবে,
সেটা আমার তোমার কাজই বলবে।
উল্টো হাওয়ায় সে নিভতে থাকে,
সোজা হাওয়ায় সদা উদীয়মান।
কেউ উল্টো স্রোতে তাকে জল দিয়ে জ্বালায়,
সে জ্বলে ওঠে ক্ষণিকের তরে।
ব্যাস, তারপরে সব জল উবে গেলে
প্রদীপ নিভে যায় চিরতরে।
উল্টো স্রোতে যে কেবল সোজা হয়ে বসে থাকে,
তার প্রদীপ আজীবন টিমটিম করে জ্বলে,
সারা জীবন সোজা হাওয়া না পেলেও।
সোজা হাওয়া সব প্রদীপ পায় না।
তবু কারো প্রদীপ টিমটিম করে জ্বলে আজীবন,
আর কারো তা দপ করে জ্বলেই নিভে যায়।
আমার তোমার প্রদীপ কেমন জ্বলবে,
সেটা আমার তোমার কাজই বলবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/১২/২০২২বেশ ভালো!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/১২/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১২/২০২২ভাল।
-
আলমগীর সরকার লিটন ০৪/১২/২০২২দারুণ কবি দা