গালে চর্বি
পেটে চর্বি সবার জমে
ব্যাংকে টাকা না জমলেও।
ওটা শরীরের ধর্ম
অর্থনীতির ভাটা পড়লেও।
পেট সব খায়-
ধনী গরীব মানে না সে।
ব্যাংক জানে কার হাত কত বড়,
হাতের খেলা খেলবে কে?
তাহলে গালে চর্বি কার জমে?
ব্যাংক গালের মতো-
সে জানে কে গাল ফোলা গোবিন্দর মা
অথবা কার চাপটা গালে সময়ের ক্ষত!
ব্যাংকে টাকা জমলেই
মুখের আদল বদলে যায়।
মুখ গালকে ডেকে বলে,
'তোমার সমৃদ্ধিতেই আমার বিশ্বজয়'।
গাল জানে সমাজের হেতু।
সমাজ বলে, 'বদলে যাওয়া মানুষ'।
অর্থ দূরত্ব বাড়ায় আর ব্যাংক হিসাব রাখে।
মুখ চিনে নেয় মুখ, তারতম্যের ফানুস।
ব্যাংকে টাকা না জমলেও।
ওটা শরীরের ধর্ম
অর্থনীতির ভাটা পড়লেও।
পেট সব খায়-
ধনী গরীব মানে না সে।
ব্যাংক জানে কার হাত কত বড়,
হাতের খেলা খেলবে কে?
তাহলে গালে চর্বি কার জমে?
ব্যাংক গালের মতো-
সে জানে কে গাল ফোলা গোবিন্দর মা
অথবা কার চাপটা গালে সময়ের ক্ষত!
ব্যাংকে টাকা জমলেই
মুখের আদল বদলে যায়।
মুখ গালকে ডেকে বলে,
'তোমার সমৃদ্ধিতেই আমার বিশ্বজয়'।
গাল জানে সমাজের হেতু।
সমাজ বলে, 'বদলে যাওয়া মানুষ'।
অর্থ দূরত্ব বাড়ায় আর ব্যাংক হিসাব রাখে।
মুখ চিনে নেয় মুখ, তারতম্যের ফানুস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ০৪/১২/২০২২সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/১২/২০২২সুন্দর কাব্যিক নিবেদন!
-
ফয়জুল মহী ০৩/১২/২০২২সুনিপুণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/১২/২০২২ভালো