ফিল্মস্টারকে ও অন্যান্য
১) ফিল্মস্টারকে
'আমরা দিনে আঠারো ঘন্টা কাজ করি। ওই একটা শট কতবার নিতে হয় জানেন'?
'আপনারা কত কাজ করেন- করোনার ভ্যাকসিন বানান, ওপেন হার্ট সার্জারি করেন, বড় বড় বাড়ি ও ব্রিজ বানান ইত্যাদি ইত্যাদি'!
২) মাছ
সীতা। ইশ, বোয়াল মাছ মানুষে খায়? বোয়াল সব মাছ খেয়ে নেয়।
গীতা। বোরোলিন পায়ে মাখি, বোরোলি মাছের নাম এই প্রথম শুনলাম।
রিতা। তাহলে আমাদের গুলে মাছের দোষ কি?
৩) সব থেকে
সব থেকে বড় দেব?
মহাদেব।
সব থেকে বড় কানি?
চুলকানি।
সব থেকে বড় বাদ?
সুবিধাবাদ।
৪) দলে দলে
দলে দলে ভোট দিন।
দলে দলে ভোট দিন।
তলে তলে সবাই এক।
তলে তলে সবাই এক।
৫) টাকার হিসাব ১
খদ্দের। এক কেজি আলু দিন, এক কেজি পটল দিন, দুটা বেগুন দিন, একটা ডিমের কেক দিন।
দোকানদার। এক কেজি আলু চল্লিশ টাকা, এক কেজি পটল ত্রিশ টাকা। দুটা বেগুন কুড়ি টাকা। একটা ডিমের কেক দুশো টাকা।
খদ্দের। চল্লিশ ত্রিশ কুড়ি দুশো মানে দুশো নব্বই।
খদ্দের জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছিলো।
দোকানদার। আমি দামের হিসাব করতে বলিনি, দামটা দিতে বলেছি।
৬) টাকার হিসাব ২
উকিল। আপনার বছরে কত আয়?
মক্কেল। বারো লক্ষ।
উকিল। কত বছর আপনি ট্যাক্স দেননি?
মক্কেল। আজ্ঞে গেলো বছর।
উকিল। কোনো অসুবিধা নেই।
মক্কেল। আমাকে কত টাকা জমা দিতে হবে?
উকিল। আজ্ঞে, এক লক্ষ পঁচিশ হাজার।
মক্কেল। ঠিক আছে
মক্কেল উঠে পড়লেন।
উকিল। আজ্ঞে, আমার টাকাটা জমা দিন।
'আমরা দিনে আঠারো ঘন্টা কাজ করি। ওই একটা শট কতবার নিতে হয় জানেন'?
'আপনারা কত কাজ করেন- করোনার ভ্যাকসিন বানান, ওপেন হার্ট সার্জারি করেন, বড় বড় বাড়ি ও ব্রিজ বানান ইত্যাদি ইত্যাদি'!
২) মাছ
সীতা। ইশ, বোয়াল মাছ মানুষে খায়? বোয়াল সব মাছ খেয়ে নেয়।
গীতা। বোরোলিন পায়ে মাখি, বোরোলি মাছের নাম এই প্রথম শুনলাম।
রিতা। তাহলে আমাদের গুলে মাছের দোষ কি?
৩) সব থেকে
সব থেকে বড় দেব?
মহাদেব।
সব থেকে বড় কানি?
চুলকানি।
সব থেকে বড় বাদ?
সুবিধাবাদ।
৪) দলে দলে
দলে দলে ভোট দিন।
দলে দলে ভোট দিন।
তলে তলে সবাই এক।
তলে তলে সবাই এক।
৫) টাকার হিসাব ১
খদ্দের। এক কেজি আলু দিন, এক কেজি পটল দিন, দুটা বেগুন দিন, একটা ডিমের কেক দিন।
দোকানদার। এক কেজি আলু চল্লিশ টাকা, এক কেজি পটল ত্রিশ টাকা। দুটা বেগুন কুড়ি টাকা। একটা ডিমের কেক দুশো টাকা।
খদ্দের। চল্লিশ ত্রিশ কুড়ি দুশো মানে দুশো নব্বই।
খদ্দের জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছিলো।
দোকানদার। আমি দামের হিসাব করতে বলিনি, দামটা দিতে বলেছি।
৬) টাকার হিসাব ২
উকিল। আপনার বছরে কত আয়?
মক্কেল। বারো লক্ষ।
উকিল। কত বছর আপনি ট্যাক্স দেননি?
মক্কেল। আজ্ঞে গেলো বছর।
উকিল। কোনো অসুবিধা নেই।
মক্কেল। আমাকে কত টাকা জমা দিতে হবে?
উকিল। আজ্ঞে, এক লক্ষ পঁচিশ হাজার।
মক্কেল। ঠিক আছে
মক্কেল উঠে পড়লেন।
উকিল। আজ্ঞে, আমার টাকাটা জমা দিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মেহেদী হাসান মান্না ০৩/১২/২০২২কয়েকটা বেশ ভালো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/১২/২০২২ভালো প্রচেষ্টা।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১১/২০২২ভালো।