আশা ও অন্যান্য
১) আশা
যার থেকে আশা করো,
তার আশা আগে পূরণ করো।
যার থেকে কিছু চাও,
তাকে আগে কিছু দাও।
২) স্ফুলিঙ্গ
প্রেম স্ফুলিঙ্গের মতো-
হালকা আঁচ থেকে দাউদাউ করে ওঠে।
আগুন লাগাতে সদা ব্যস্ত,
আগুনেরই শিষ্য।
আবেগ থেকেই অনুরাগ-
রাগ রাগিণীর জ্বলন্ত অনুভূতি।
৩) বেশি দিন বাঁচার রহস্য
বুদ্ধিমান বলেন-
কম কথা বলুন।
মেপে খাবার খান।
নিয়মিত চিকিৎসা করান ও ওষুধ খান।
রোজ ঘড়ি ধরে আধ ঘন্টা হাঁটুন।
কোনও নেশা করবেন না।
দেখে রাস্তা পার হোন।
বুদ্ধিজীবী বলেন-
চরিত্র বজায় রেখে প্রেম করুন।
শান্ত মনে খাবার খান।
রোজ রাতে সুখে ঘুমিয়ে থাকুন ও স্বপ্ন দেখুন।
কোনও জ্যোতিষীর কাছে যাবেন না।
কারো সাথে অযথা ঝামেলায় জড়াবেন না।
রাজনীতি থেকে দূরে থাকুন।
কবি বলেন-
জানবেন জন্ম মা ও বাবার হাতে
আর মৃত্যু প্রকৃতির হাতে।
ভাগ্য নিজের কর্মে, কর্মফলে কখনোই নয়।
যার থেকে আশা করো,
তার আশা আগে পূরণ করো।
যার থেকে কিছু চাও,
তাকে আগে কিছু দাও।
২) স্ফুলিঙ্গ
প্রেম স্ফুলিঙ্গের মতো-
হালকা আঁচ থেকে দাউদাউ করে ওঠে।
আগুন লাগাতে সদা ব্যস্ত,
আগুনেরই শিষ্য।
আবেগ থেকেই অনুরাগ-
রাগ রাগিণীর জ্বলন্ত অনুভূতি।
৩) বেশি দিন বাঁচার রহস্য
বুদ্ধিমান বলেন-
কম কথা বলুন।
মেপে খাবার খান।
নিয়মিত চিকিৎসা করান ও ওষুধ খান।
রোজ ঘড়ি ধরে আধ ঘন্টা হাঁটুন।
কোনও নেশা করবেন না।
দেখে রাস্তা পার হোন।
বুদ্ধিজীবী বলেন-
চরিত্র বজায় রেখে প্রেম করুন।
শান্ত মনে খাবার খান।
রোজ রাতে সুখে ঘুমিয়ে থাকুন ও স্বপ্ন দেখুন।
কোনও জ্যোতিষীর কাছে যাবেন না।
কারো সাথে অযথা ঝামেলায় জড়াবেন না।
রাজনীতি থেকে দূরে থাকুন।
কবি বলেন-
জানবেন জন্ম মা ও বাবার হাতে
আর মৃত্যু প্রকৃতির হাতে।
ভাগ্য নিজের কর্মে, কর্মফলে কখনোই নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৭/১১/২০২২বাহ্ দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১১/২০২২সুন্দর তথ্য।
-
ফয়জুল মহী ২৭/১১/২০২২ভীষণ ভালো লাগলো কবি ❤️
-
অভিজিৎ হালদার ২৭/১১/২০২২বেশ ভালো
-
দীপঙ্কর বেরা ২৭/১১/২০২২খুব ভাল
-
আলমগীর সরকার লিটন ২৭/১১/২০২২সুন্দর কবি দা