চিংড়ি ও অন্যান্য
১) চিংড়ি
মেয়ে। বাবার কাজ, গলদা চিংড়ি করেছি।
ছেলে। হাজার টাকার প্লেট।
অতিথি। বেঁচে থাকতে কুচো চিংড়ি খেয়েছেন, এখন মরে গিয়ে গলদা খাবেন।
২) ক্র্যাক
রামু। ওদের বাড়িতে সকলের মাথায় ক্র্যাক আছে।
সোমু। ওদের বলো যে ক্র্যাক ক্রিমটা পায়ে না মেখে মাথায় মাখতে।
৩) হাঁড়ি
গদাই। আপনি কি করেন?
গোবিন্দ। ব্যবসা।
গদাই। আপনার বাড়ি কোথায়?
গোবিন্দ। কেষ্টপুরে।
গদাই। আপনার বাড়িতে কে কে আছে?
গোবিন্দ। মা বাবা বৌ বাচ্চা।
গদাই। বাবার কত বয়স?
গোবিন্দ। বাড়িতে হাঁড়ি চাপেনি, হাঁড়ির খবর নিচ্ছো!
৪) পশুবলি
জীবন। পশু বলি দেওয়া পাপ।
জগৎ। যখন পাঁঠার মাংস খাও, তখন কি জীবন্ত পাঁঠার গায়ে হাত বুলিয়ে তাকে আদর করে খাও!
৫) সস্তার কৌতুক
'দাদা, আপনার সস্তার কৌতুক পড়ে একদম হাসি পায় না। সুড়সুড়ি দিয়ে কি হাসানো যায়'?
'সুড়সুড়ি পিঁপড়া কখনো কামড়ে ব্যথা দিয়ে কাঁদায় না, তাই মুখে হাসি রাখা ভাল'।
মেয়ে। বাবার কাজ, গলদা চিংড়ি করেছি।
ছেলে। হাজার টাকার প্লেট।
অতিথি। বেঁচে থাকতে কুচো চিংড়ি খেয়েছেন, এখন মরে গিয়ে গলদা খাবেন।
২) ক্র্যাক
রামু। ওদের বাড়িতে সকলের মাথায় ক্র্যাক আছে।
সোমু। ওদের বলো যে ক্র্যাক ক্রিমটা পায়ে না মেখে মাথায় মাখতে।
৩) হাঁড়ি
গদাই। আপনি কি করেন?
গোবিন্দ। ব্যবসা।
গদাই। আপনার বাড়ি কোথায়?
গোবিন্দ। কেষ্টপুরে।
গদাই। আপনার বাড়িতে কে কে আছে?
গোবিন্দ। মা বাবা বৌ বাচ্চা।
গদাই। বাবার কত বয়স?
গোবিন্দ। বাড়িতে হাঁড়ি চাপেনি, হাঁড়ির খবর নিচ্ছো!
৪) পশুবলি
জীবন। পশু বলি দেওয়া পাপ।
জগৎ। যখন পাঁঠার মাংস খাও, তখন কি জীবন্ত পাঁঠার গায়ে হাত বুলিয়ে তাকে আদর করে খাও!
৫) সস্তার কৌতুক
'দাদা, আপনার সস্তার কৌতুক পড়ে একদম হাসি পায় না। সুড়সুড়ি দিয়ে কি হাসানো যায়'?
'সুড়সুড়ি পিঁপড়া কখনো কামড়ে ব্যথা দিয়ে কাঁদায় না, তাই মুখে হাসি রাখা ভাল'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১১/২০২২বেশ!